প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৬, ২০২৪, ৭:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১০, ২০২২, ১২:০৫ এ.এম
ভূরুঙ্গামারীতে ভিজিএফ এর চাল বিতরণে অনিয়মের অভিযোগ
রেখা মনি,নিজস্ব প্রতিবেদক
কুড়িগ্রাম থেকে:কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় বিভিন্ন ইউনিয়ন পরিষদে প্রধানমন্ত্রীর দেয়া ঈদুল আযহা উপলক্ষে ভি জি এফ কর্মসূচির আওতায় দরিদ্র পরিবারগুলোকে ১০ কেজি করে চাল দেয়ার কথা থাকলেও আট কেজি বা কোথাও কোথাও তার চেয়েও কম চাল দেয়ার অভিযোগ উঠেছে।
তিলাই ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায় অধিকাংশ সুবিধাভোগী অভিযোগ করেন তারা ৭ কেজি বা ৮ কেজি চাল পেয়েছেন। বিষয়টি যাচাই করতে কয়েকজন সুবিধাভোগী লোকের চাল দোকানে নিয়ে পরিমাপ করলে তার সত্যতা পাওয়া যায়।তিলাই ইউনিয়ন পরিষদের ভিজিএফ এর সুবিধা ভোগী অনেক সদস্যের অভিযোগ, তারা প্রকৃত অর্থে পাওয়ার যোগ্য হলেও তাদেরকে দেয়া হয়নি তাদের স্লিপ, অনেকের কাছ থেকে স্লিপ নিয়ে রাখা হলেও দেওয়া হয়নি তাদেরকে এই চাল।
বিষয়টি জানতে চেয়ে তিলাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ কামরুজ্জামানের সাথে পরিষদে দেখা করতে চাইলে তিনি সময় দিতে রাজী হননি ও কথা বলতে চায়নি।
পরে ফোনে কথা বলে চাল কম দেয়ার বিষয়টি জানতে চাইলে তিনি বলেন স্লিপ ছারাও অনেক লোককে চাল দিয়েছি এজন্য কম করে দেওয়া হয়েছে।
জয়মনিরহাট ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায় দু-একজন ব্যবসায়ী সুবিধা ভোগীর চাল ইউনিয়ন পরিষদের মাঠে কিনতে।সে সময় চাল কেনার ছবি গণমাধ্যম কর্মীরা তুলতে গেলে চেয়ারম্যান এর লোকজন দেখে বিষয়টি নিয়ে হইচই বাঁধিয়ে দেয়।পড়ে চেয়ারম্যান এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।এই ইউনিয়ন পরিষদে কোন ভুক্তভোগী চাল কম দেয়ার অভিযোগ করেননি।
এ বিষয়ে জয়মনিরহাট চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ অস্বীকার করে বলেন ,গরীব দুঃখীদের জন্য প্রধানমন্ত্রীর দেয়া উপহার হিসেবে আসা ১০ কেজি করে চাল আমার এখান থেকে কম দেওয়া হয় নাই। গণমাধ্যম কর্মীরা যখন চেয়ারম্যান কে সঠিক তথ্য প্রদান করেন তখন চেয়ারম্যান গণমাধ্যম কর্মীর কাছে ক্ষমা চান এবং দুঃখ প্রকাশ করেন!
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy