আব্দুর রাজ্জাক কাজল ভূরুঙ্গামারী প্রতিনিধিঃকুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় ২০ আগস্ট সন্ধ্যায় ভূরুঙ্গামারী থানা পুলিশের অভিযানে চরভুরুঙ্গামারী ইউনিয়নের বানিয়াটারীতে অভিযান চালালে আব্দুল হামিদ (৪০)কে তার বসত বাড়ি থেকে ৫ বোতল ফেন্সীডিল, ৯ বোতল স্কাফ ও ৩০০ পিছ ইয়াবাসহ আটক করে।
আটক আব্দুল হামিদ নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের নাখারগঞ্জ গ্রামের মৃত দিদার হোসেনের ছেলে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেয়া হয়েছে। মামলা নং ৮।
একিদিনে সন্ধ্যায় পুলিশের অপর এক টিমের অভিযানে সামিউল ইসলাম (২৫) ওরফে সানি ব্যাপারী ও আরিফুল ইসলাম(২৫) নামের দুই যুবককে চর ভূরুঙ্গামারী ইউনিয়নের আরাজী পাইক ডাঙ্গা থেকে আটক করে।আটকের সময় তাদের কাছে ১,৭ গ্রাম হিরোইন ও ২ পিছ ইয়াবা উদ্ধার করে পুলিশ। আটককৃতরা উপজেলা সদর ইউনিয়নের দেওয়ানের খামারের বাসিন্দা। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে যার মামলা নং ৭।
ভুরুঙ্গামারী থানার তদন্ত ওসি জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।