ভূরুঙ্গামারীতে শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো শুরু
কুড়িগ্রাম ভুরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি:
Facebook Twitter share
কুড়িগ্রাম ভূরুঙ্গামারী প্রতিনিধিঃকুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় সারা দেশের মতো ৫ জুন ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো শুরু হয়েছে এ ক্যাম্পইন চলবে আগামী ১৯ জুন পযন্ত।এ ক্যাম্পইন চলবে কিছু কিছু স্কুল,কলেজ,মাদ্রাসা ও টিকা দান কেন্দ্রে। ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুকে একটি করে লাল ক্যাপসুল ও ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে একটি করে নীল ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
Surjodoy.com
শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর উপকারিতা হিসেবে কাজে লাগবে শিশুর রাতকানা ও অন্ধত্ব রোগ প্রতিরোধ করে।শিশুর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।অন্ধত্বের চারটি প্রধান কারণের মধ্যে ভিটামিন ‘এ’-এর অভাবজনিত কর্ণিয়ার রোগ ও কর্ণিয়ার ক্ষত অন্যতম।
The Daily surjodoy
এই ভিটামিনটির অভাবে আপনার শিশু রাতকানা হয়ে চিরদিনের জন্য অন্ধ হয়ে যেতে পারে। এই ভিটামিন দৃষ্টিশক্তি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।ত্বক ও শ্লৈষ্মিক ঝিল্লির স্বাস্থ্যরক্ষার কাজ করে। দেহ বৃদ্ধি, বিশেষ করে দেহের অস্থি কাঠামোর বৃদ্ধি প্রক্রিয়ার সঙ্গে ভিটামিন ‘এ’-এর সংযোগ রয়েছে।ভিটামিন ‘এ’ জীবাণু সংক্রমণ থেকে দেহকে রক্ষা করে।
The Daily surjodoy
উপজেলা স্বাস্থ্য ও পঃ.পঃ কর্মকর্তা ডাঃ আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েমে বলেছেন শিশুকে অবশ্যই ভরা পেটে এই ক্যাপসুলটি খেতে হবে।শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো খুবই জরুরি। তাই অভিভাবকদের খেয়াল রাখতে হবে তার সন্তানকে যেন অবশ্যই ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয় ।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..