প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৯, ২০২৪, ৬:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৮, ২০২১, ২:৩০ এ.এম
ভূরুঙ্গামারীতে সদর ইউপি চেয়ারম্যান মাহমুদুর রহমান রোজেন সাময়িক বরখাস্ত
আশিক ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
ভূরুঙ্গামারীতে সদর ইউপি চেয়ারম্যান মাহমুদুর রহমান রোজেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (স্থানীয় সরকার বিভাগ, স্মারক নং ৪৬.৪৯০০.০১৭.২৭.০০৪.২০২১-৪৩, তাং ১৭ জানুয়ারী- ২০২১) প্রজ্ঞাপন জারি করে তাকে বরখাস্ত করা হয়। উক্ত মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ আবু জাফর রিপন স্বাক্ষরিত পত্রে জানানো হয়েছে উক্ত ইউপি চেয়ারম্যান মাহমুদুর রহমান রোজেনের বিরুদ্ধে সাধারণ জনগণকে লাঞ্চিত, পুজা মন্ডপে দোকান সরানো, পল্লী বিদ্যুতের কর্মচারীকে শারীরিক লাঞ্চিত সহ চিকিৎসকদের হুমকী প্রদানের অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, প্রেসক্লাবের সম্পাদক এমদাদুল হক মন্টুকে হত্যা চেষ্টার ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয় এবং তিনি গ্রেফতার হন। এমতাবস্থায় প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে দায়িত্ব পালন সমীচীন নয় মনে করে জনস্বার্থে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা জানান,বরখাস্তের ব্যাপারে অফিসিয়ালি কোন চিঠি পাওয়া যায়নি। তবে সাময়িক বরখাস্তের কথা শুনেছি।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy