ভূরুঙ্গামারীতে সন্তানের চোরের অপবাদের খবর শুনে পিতার আত্মহত্যা !
আব্দুর রাজ্জাক কাজল ভূরুঙ্গামারী প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পাইকেরছড়া ইউনিয়নের ছিট পাইকেরছড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে।
জানা গেছে, উপজেলা পাইকেরছড়া ইউনিয়নের ছিট পাইকেরছড়া গ্রামের সোনাউল্লাহ মিয়ার ছেলে রুবেল (১৭) অপর দুই বন্ধু আশিক (১৮) ও সুমনসহ (১৮) গত শুক্রবার ৬ আগস্ট রাতে গনাইরকুটি গ্রামের আব্দুল লতিফের একটি সাইকেল চুরি করে।
রোববার দুপুরে চুরি করা সাইকেল বিক্রি করে টাকা ভাগভাগি করার সময় তাদের মধ্যে হট্টগোল তৈরি হলে চুরির বিষয়টি জানাজানি হয়।পরে স্থানীয় জনতা রুবেলকে জিজ্ঞাসাবাদ করলে সে সাইকেল ও ওই এলাকার নির্মানাধীন একটি ব্রিজের কাজে ব্যবহৃত দু’টি চায়না ব্যাটারি ও একটি মর্টার চুরির করেছে বলে জানায়। পরে জনতা তাকে পুলিশে দেয়।
অপরদিকে ব্রিজ নির্মাণে নিয়োজিত ঠিকাদারী বলেন এলাকা থেকে মালপত্র খোয়া যাওয়ার ঘটনায় তিনি গত ৫ আগস্ট থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
স্থানীয়রা জানায় চুরির অভিযোগে ছেলেকে পুলিশে দেয়ায় চোক্ষু লজ্জা মান সম্মানের দিকে তাকিয়ে রুবেলের বাবা সোনাউল্লাহ অভিমানে ওইদিন সন্ধ্যার দিকে ইঁদুর মারার বিষ সেবন করলে অসুস্থ হয়ে যায়।
পরে খবয় পেয়ে আসে পাশের লোকজন মমূর্ষু অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।রাত ১১টার দিকে চিকিৎসা চলা অবস্থায় না ফেরার দেশে পারি জমান।
ওসি আলমগীর হোসেন জানান, রুবেলকে আটক করে পুলিশের নিকট জমা দেয় স্থানীয়রা। সে অপ্রাপ্ত বয়স্ক এবং তার বিরুদ্ধে অভিযোগ না থাকায় ছেড়ে দেওয়া হয়েছে।নিহত সোনাউল্লাহর মৃত্যুতে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy