আব্দুর রাজ্জাক কাজল কুড়িগ্রাম ভূরুঙ্গামারী প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় ১ ডিসেম্বর বুধবার বিকেল চারটার দিকে কৃষকদের সুফল ভোগীদের মাঝে বীজ ও সার এর জন্য ৫ জন কৃষকের নামের পাশে একজন স্বাক্ষর করার অভিযোগ উঠেছে।
বাংলাদেশ সরকারের কৃষিতে উন্নয়নের লক্ষ্যমাত্রা নিশ্চিত করতে সারাদেশে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা দেয়ার উদ্যোগের অংশ হিসেবে সার ও বীজ এর আয়োজন করা হয়।
তারই ধারাবাহিকতায় ভুরুঙ্গামারী উপজেলার দশটি ইউনিয়নের কৃষকদের আটটি ফসলি বীজ, সার সহ মোট পাঁচ হাজার দুইশত পঞ্চাশ জন সুফলভোগী কৃষকের মধ্যে বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস।
এ সময় গমের বীজ ও সার বিতরণ কালে একজনের নামে একটি বরাদ্দ দেয়ার কথা থাকলেও ৫ ব্যক্তির নামের পাশে একই ব্যক্তির স্বাক্ষর নিতে দেখা যায় ওমর ফারুক নামের ঐ উপ-সহকারী কৃষি কর্মকর্তার।
সংশ্লিষ্ট উপ-সহকারী কৃষি কর্মকর্তা কেন এটা করলেন, এমন প্রশ্নের জবাবে দৈনিক সূর্যোদয় ও দেশের কন্ঠ পত্রিকাকে বলেন উপজেলা কৃষি অফিসার মো: আসাদুজ্জামান আমি ব্যক্তিগত ভাবে সরকারের কৃষিতে সাফল্যের একজন ছোট অংশীদার হিসেবে সবসময় সততার সাথে কাজ করে আসছি। সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তা ওমর ফারুক এটা করে থাকলে তাকে শোকজ করা হবে।তিনি আরো বলেন জদি কোন কর্মকর্তা একই ব্যক্তির তিনবার স্বাক্ষর নেন তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে বলেও জানান।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy