প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৮, ২০২৪, ৮:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১, ২০২১, ৫:৫০ পি.এম
ভূরুঙ্গামারীতে সরকার থেকে মেধাবী মেডিকেল শিক্ষর্থী তামান্না পড়াশোনার জন্য পেলেন পঞ্চাশ হাজার টাকা
আব্দুর রাজ্জাক কাজল সরকার ভূরুঙ্গামারী প্রতিনিধিঃ
কুড়িগ্রাম ভূরুঙ্গামারী উপজেলায় এক দিন মুজুর বাবার মেয়ে তামান্না কষ্টে ও অভাবের সাথে যুদ্ধ করতে করতে পড়াশোনার হাল ছাড়েননি। সে রংপুর মেডিকেল কলেজে পড়াশুনা করার সুযোগ পেয়েছে যা এর আগের নিউজে তুলে দেওয়া হয়েছে।তামান্না ও তামান্নার পরিবার হতাশ হয়ে পরে ছিলেন কি করে তামান্না মেডিকেল কলেজে পড়াশোনা করবেন।নুন আন্তে পান্তা ফুরায় যাদের তাদের প্রতি মাসে হাজার হাজার টাকা তামান্নার পড়াশুনার জন্য কোথায় পাবেন।এক পর্যায়ে তামান্নার মেডিকেলে পড়াশুনা বন্ধ হয়ে যাওয়ার কথা বিভিন্ন সামাজিক ইন্টারনেট যোগাযোগ এর মাধ্যমে ভাইরাল হয়ে যায়।পরে এই খবর শুনে স্থানীয় সুধী সমাজ,রাজনৈতিক বৃন্দ বিভিন্ন জন বিভিন্ন ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।যেনো তামান্নার মেডিকেলে পড়াশোনা করা না থেমে যায়।
সেই আলোকে উপজেলা প্রশাসন,জেলা প্রশাসকের সহযোগিতায় ৩১ অক্টোবর সরকার থেকে দেওয়া ৫০,০০০ টাকার চেক মেধাবী শিক্ষার্থী তামান্নার হাতে তুলে দিয়েছেন উপজেলার নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা।
মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার,ও উপজেলার সর্ব স্তরের মানুষ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy