প্রিন্ট এর তারিখঃ মে ২৪, ২০২৫, ৩:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৮, ২০২১, ১২:১৬ এ.এম
ভূরুঙ্গামারীতে সহকারী শিক্ষককের বিরুদ্ধে শিক্ষার্থীর অভিভাবককে পেটানের অভিযোগ

ভূরুঙ্গামারীতে সহকারী শিক্ষককের বিরুদ্ধে শিক্ষার্থীর অভিভাবককে পেটানের অভিযোগ
কুড়িগ্রাম ভুরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি:
Facebook Twitter share
ভূরুঙ্গামারী উপজেলায়( ৬ জুন) রোববার দক্ষিন ভরতেরছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্রের অভিভাবককে পেটানোর অভিযোগ উঠেছে।যানা গেছে সরকারী নির্দেশ অমান্য করে বাড়ি বাড়ি গিয়ে বিস্কুট বিতরণ না করে বিদ্যালয় থেকে বিতরণের সময় শিক্ষক কর্তৃক এক শিক্ষার্থীর নানীকে ধাক্কা দেয়াসহ মারপীটের ঘটনা ঘটেছে। ঐ বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্র নুর আলমের অভিভাবক (নানী) উপজেলার মধ্যে ভরতের ছড়া গ্রামের রিজু মিয়ার স্ত্রী কহিনুর বেগম বলে জানা গেছে ।বিস্কুট আনতে গেলে বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহজাহান আলী ছাত্রকে ছাড়া বিস্কুট দিবেন না মর্মে জানায়।
Surjodoy.com
এতে উভয়ের মধ্যে তর্ক বির্তক হলে ঐ শিক্ষক তাকে ধাক্কা দিলে বারান্দায় পরে যায়। এ সময় হাতে থাকা বেত দিয়ে আঘাত করলে বেতের আঘাতে ঠোঁট ফেটে যায়। এর পরেও মারমুখী হলে অভিভাবকরা ক্ষিপ্ত হয় ঐ শিক্ষকের উপর। এবং অভিভাবকগণ বিস্কুট বিতরণ বন্ধ করে দেয়। পরে স্কুলের প্রধান শিক্ষক রানা সরকার এসে অবশিষ্ট বিস্কুট বিতরণ করে।
The Daily surjodoy
পরে কহিনুর বেগম উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিক্ষা অফিসারের নিকট লিখিত অভিযোগ করে। অভিযুক্ত শিক্ষক ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার কথা স্বীকার করলেও মারপীটের কথা অস্বীকার করে বলেন, প্রধান শিক্ষকের নির্দেশেই বিদ্যালয় থেকে বিস্কুট বিতরণ করেছেন বলে জানান।
The Daily surjodoy
এ বিষয়ে উপজেলা সহকারী শিক্ষা অফিসার জাকির হোসেন অভিযোগ প্রাপ্তির বিষয়ে নিশ্চিত করে জানান, ঐ শিক্ষককে শোকজ করা হয়েছে এবং দুটি তদন্ত টিম তৈরি করা হয়েছে ।ঘটনায় জড়িত শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় আইনে কারন দর্শানোর নোটিশ জারি করা হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy