আব্দুর রাজ্জাক কাজল সরকার ভূরুঙ্গামারীর প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় ৫০ তম জাতীয় সমবায় দিবস-২০২১ উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে ৬ নভেম্বর রোজ শনিবার দুপুর ১২ ঘটিকার সময় “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এ প্রতিপাদ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় জনাব দীপক কুমার দেব শর্মার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ নুরুন্নবী চৌধুরী (খোকন), চেয়ারম্যান, উপজেলা পরিষদ, ভূরুঙ্গামারী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জালাল উদ্দিন মন্ডল, ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ, ভূরুঙ্গামারী, আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ নুর কুতুব আলম, উপজেলা সমাজসেবা অফিসার, ভূরুঙ্গামারী। উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সভাপতি সম্পাদক ও সদস্যরা উপস্থিত ছিলেন।
উক্ত আলোচনা সভায় জনাব দীপক কুমার দেব শর্মা বলেন, বর্তমানে সারাদেশে ১,৯৬,০০০ (এক লক্ষ ছিয়ানব্বই হাজার) সমবায় সতিতি রয়েছে। উপজেলা সমাজসেবা অফিসার জনাব মোঃ নুর কুতুব আলম বলেন, ভূরুঙ্গামারীতে ১২২ টি বিভাগীয়, বিআরডিবির কেন্দীয় ১ টি ও প্রাথমিক ২১৩ টি সমবায় সমিতি রয়েছে।
আলোচনা সভার আয়োজন করেছিলেন উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ ভুরুঙ্গামারী।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..