ভূরুঙ্গামারীতে ৯ বছরের শিশু ওষুধের টাকা যোগাতে মাস্ক বিক্রি
আব্দুর রাজ্জাক (কাজল) ভূরুঙ্গামারী প্রতিনিধঃ
কুড়িগ্রাম ভূরুঙ্গামারী উপজেলায় মহামারী করোনার এই সময়ে শরিলে ঝুলে থাকা কনুই অব্দি প্লাস্টার করা বাম হাত ও ডান হাতে একটি পলিথিন ব্যাগে কিছু মাস্ক নিয়ে ভূরুঙ্গামারী শহরে পথে পথে ঘুরছে এই শিশু নুরনবী।যে খানে খেলা ধুলো করা এবং করোনার এই মহামারীতে নিরাপদে থাকার কথা সেখানে নিজের চিকিৎসার জন্য নিজেকেই রাস্তায় নামতে হয়েছে।
বলছিলাম ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের বাগভান্ডার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র নুরনবী।ওই স্কুলের পাসেই তার বাড়ি বাবা অনেক আগেই পরকালে চলে গেছে মা মানসিক রুগী।সে জানায় কয়েক দিন আগে জাম গাছ থেকে পরে বাম হাত ভেঙ্গে যায়।পরে নানী ডাক্তারের কাছে নিয়ে হাত প্লাস্টার করিয়ে এনেছেন। ওষুধ কেনার টাকা নাই। মা মানসিক ভারসাম্যহীন। পাঁচ ভাইবোনের মধ্যে সবার ছোট সে।নুরনবী বেড়ে ওঠা সেই নানির কাছেই।
নুরনবীর কাছ থেকে মাস্ক বিক্রি বিষয়ে জানতে চাইলে সে সময় নুরনবী মায়াভরা করুণ চাহুনিতে পথচারী লোকদের নিকট তাঁর কাচ থেকে মাস্ক কিনতে কাকুতি-মিনতি করছিল। মলিন চেহারার ছোট্ট এই শিশুটির নিকট থেকে মাস্ক কিনতে আগ্রহী না পথচারীরা।
বাগভান্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউল আলম জানান,নুরনবীর নানী বিবিজন অত্যন্ত গরিব। স্কুল বন্ধ থাকায় নুরনবীর হাত ভাঙার বিষয়টি আমাদের জানা নেই। বিত্তবান ব্যক্তিরা সহযোগিতার হাত বাড়িয়ে দিলে নুরনবী উপকৃত হবে।
Leave a Reply