প্রিন্ট এর তারিখঃ মে ১৮, ২০২৫, ১২:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৯, ২০২১, ২:০৮ এ.এম
ভূরুঙ্গামারীরতে নদিতে ভাসছে এক পরিচয় বিহীন লাশ

ভূরুঙ্গামারীরতে নদিতে ভাসছে এক পরিচয় বিহীন লাশ
আব্দুর রাজ্জাক কাজল ভূরুঙ্গামারী প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় ২৮ জুলাই বৃহস্পতিবার বিকেল প্রায় ৫ টার দিকে এ খবর পাওয়া যায়।স্থানীয় সূত্রে জানা যায় উপজেলার সামাদের ঘাট এলাকায় লাশটিকে দুধকুমার নদিতে ভাসতে দেখে তারা পুলিশকে খবর দেয়।পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে।
স্থানীয়রা বলছেন এই লাশটিকে আমরা চিনি না হয়তোবা লাশটি ভারতীয় নাগরিকের। লাশটির পরনে শুধু ছিলো জাংগিয়া।বয়স আনুমানিক ৩৫ হবে এরকম ধারণা করছেন স্থানীয় ও পুলিশর।
ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন জানান, পানিতে ডুবে থাকা লাশটি উদ্ধার করেছি।এবং আনুমানিক ধারণা করা হচ্ছে লাশটি ভারতীয় নাগরিকের এবং চেহারা দেখে মনে হচ্ছে কয়েদিন আগে মারা গেছে।
কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ জামাল হোসেন জানান, ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) ভারতীয় নাগরিকের লাশ ভেসে আসার দাবি জানিয়েছে। তাদেরকে লাশের ছবি পাঠানো হয়েছে নিশ্চিত হলে আইনি প্রকিয়ায় ব্যবস্থা নিবো।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy