প্রিন্ট এর তারিখঃ মে ২১, ২০২৫, ২:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৪, ২০২১, ৮:৪১ পি.এম
ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেকে অক্সিজেন কনসেন্ট্রেটর উপহার পাঠালো বুয়েটের একটি সংস্থা

ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেকে অক্সিজেন কনসেন্ট্রেটর উপহার পাঠালো বুয়েটের একটি সংস্থা
বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) 'সংযোগ' নামক একটি সংস্থা করোনা মোকাবেলায় এবং করোনা রোগীদের জরুরী অক্সিজেন সহায়তা প্রদানে, ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য বিভাগকে একটি অক্সিজেন কনসেন্ট্রেটরসহ করোনা মোকাবেলায় বেশ কিছু উপহার সামগ্রী পাঠিয়েছে। রবিবার (৪ জুলাই) ডোনেট ফর ভূরুঙ্গামারী সংগঠনের স্পেশাল কোভিড টিমের সদস্য আপেল, ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েমের হাতে উক্ত উপহার সামগ্রীগুলো হস্তান্তর করেন। উক্ত সকল প্রক্রিয়া সম্পন্ন করতে সার্বিকভাবে সহযোগিতা করে, আমেরিকান প্রবাসী বাংলাদেশীদের সংগঠন 'কেয়ার এন্ড শাইন ফাউন্ডেশন।'
অক্সিজেন কনসেন্ট্রেটর হচ্ছে এমন একটি যন্ত্র, যেটি বিদ্যুতের সাহায্যে বাতাসকে কমপ্রেস করে, নিজে থেকেই অক্সিজেন তৈরি করে। এটি অক্সিজেন সিলিন্ডারের থেকে কয়েকগুণ বেশি শক্তিশালী এবং বিদ্যুৎ পেলে এটি ২৪ ঘন্টা অক্সিজেন প্রস্তুত এবং তা সরবরাহ করতে সক্ষম। তাই করোনা রোগীর জীবন বাঁচাতে এটি অনেক বড় ভূমিকা পালন করে।
গত কয়েক সপ্তাহ ধরে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট বা ডেল্টা ভ্যারিয়েন্টের ফলে, সমগ্র বাংলাদেশে জুড়ে করোনার ক্রমাগত উর্দ্বগতি পরিলক্ষিত হচ্ছে। বিশেষকরে, বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল এবং উত্তরাঞ্চলের সীমান্তবর্তী এলাকাসমূহে করোনা ভয়াবহ রুপ ধারণ করছে এবং প্রতিদিনই করোনা তার আগের সনাক্ত এবং মৃত্যুর রেকর্ড ভেঙে ফেলছে। যার ফলশ্রুতিতে, কোভিড হাসপাতালগুলোতে খালি নেই বেড, নেই পর্যাপ্ত পরিমাণ অক্সিজেনের ব্যবস্থা। করোনার লক্ষণ-উপসর্গ নিয়ে প্রতিদিন হাজার হাজার লোক ভর্তি হচ্ছে উপজেলা ও জেলা সদর হাসপাতালগুলোতে।
দেশের এমন পরিস্থিতিতে, সরকার ঘোষিত সর্বাত্নক ৭ দিনের কঠোর লকডাউন চলছে দেশব্যাপী। এমতাবস্থায়, লকডাউনের ভয়ে অনেকেই করোনার লক্ষণ-উপসর্গ থাকা সত্ত্বেও, করোনা টেস্ট করাতে চাচ্ছেন না। যার ফলশ্রুতিতে, অনেকেই বাড়িতে গোপনে থেকেই মৃত্যুর কোলে ঢোলে পড়ছেন, অনেকেই বাসায় থেকে সুস্থ হওয়ার পরেও করোনা পরবর্তী নানান ধরনের শারীরিক ও মানসিক জটিলতা; যাকে মেডিকেলের ভাষায় "পোস্ট কোভিড সিনড্রোম" বলা হয়, সেগুলোতে ভুগছেন। প্রত্যন্ত অঞ্চলেও যাতে অসহায় মানুষেরা জরুরী স্বাস্থ্যসেবার পাশাপাশি, অক্সিজেন সংকটে না ভোগে, তাই বুয়েটের একটি সংস্থা "সংযোগ" ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি অক্সিজেন কনসেন্ট্রেটরসহ, দুইটি পালস অক্সিমিটার উপহার হিসেবে প্রদান করে। এটির সার্বিক সহযোগিতায় থাকা আমেরিকান 'কেয়ার শাইন ফাউন্ডেশনটি'র প্রায় সকল সদস্যই আমেরিকায় বসবাসকারী বাংলাদেশী বংশদ্ভূত। তারা বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি, যেকোনো দূর্যোগে অসহায় এবং দারিদ্র্য জনগোষ্ঠীর পাশে থাকে এবং তাদেরকে জরুরী সকল সহায়তা প্রদান করে।
অপরদিকে, 'ডোনেট ফর ভূরুঙ্গামারী' সংগঠনটি, বাংলাদেশে করোনা সংক্রমণের শুরু থেকে, ভূরুঙ্গামারী উপজেলা করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটি অর্থাৎ উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ এবং পুলিশ বিভাগের সাথে প্রত্যক্ষ সমন্বয়ের মাধ্যমে মাঠ-পর্যায়ে, করোনা সংক্রমণ প্রতিরোধে এবং প্রত্যন্ত অঞ্চলগুলোতে করোনায় আক্রান্ত রোগীদের সংস্পর্শে গিয়ে, তাদের শারিরীক ও মানসিক জরুরী স্বাস্থ্যসেবা প্রদান এবং সেই সাথে লজিস্টিকাল সাপোর্ট দিয়ে আসছে। সমগ্র উত্তরবঙ্গে এটিই একমাত্র স্বেচ্ছাসেবী সংগঠন, যেটি করোনায় আক্রান্ত রোগীদের সংস্পর্শে গিয়ে, স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে প্রত্যন্ত অঞ্চলে জরুরী স্বাস্থ্যসেবা প্রদান করছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy