ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের সাময়িক বহিস্কৃত ইউপি চেয়ারম্যানের সমর্থকদের দ্বারা ইউ এন ও-র বাসভবন ঘেরাও
বিশেষ প্রতিনিধিঃ
Facebook Twitter share
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার, সদর ইউনিয়ন পরিষদের সাময়িক বহিস্কৃত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ কে এম মাহমুদুর রহমান রোজেনকে স্ব-পদে পুনরায় বহাল করার দাবীতে, তার সমর্থকগোষ্ঠী রবিবার (৬ জুন) ভূরুঙ্গামারীর উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মার বাসভবন ঘেরাও করে।
Surjodoy.com
রবিবার বিকেল আনুমানিক ৪ টার দিকে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনের সামনে এই ঘটনা ঘটে; যা বিকেল ৬টা পর্যন্ত স্থায়ী হয়। পরবর্তীতে কোন অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য জরুরী ভিত্তিতে সেখানে ভূরুঙ্গামারী থানা হতে পুলিশ বিভাগের কর্মকর্তাগণ অবস্থান নেন।
The Daily surjodoy
ঘটনার একপর্যায়ে ভূরুঙ্গামারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম উক্ত স্থানে এসে সকলকে বুঝানোর এবং শান্ত করার চেষ্টা করেন। এরই ধারাবাহিকতায় সন্ধ্যা ৬টার দিকে বাসভবনের সামন থেকে লোকসমাগম কমে যায় এবং পুলিশ পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হয়।
The Daily surjodoy
উল্লেখ্য যে, বিভিন্ন অনিয়মের অভিযোগে গত ১৭ জানুয়ারি ২০২১, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ আবু জাফর রিপন কর্তৃক স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনের (স্থানীয় সরকার বিভাগ, স্বারক নং- ৪৬.৪৯০০.০১৭.২৭.০০৪.২০২১-৪৩) মাধ্যমে, ভূরুঙ্গামারী ৫নং সদর ইউনিয়নের, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ কে এম মাহমুদুর রহমান রোজেনকে সাময়িক বহিষ্কার করা হয়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy