নিজস্ব প্রতিবেদকঃ
টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকদের নিয়ে ঘটা করে জন্মদিন পালন করেছেন এক কর্মকর্তা। পরে জন্মদিন পালনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে শেয়ার করলে, প্রশ্ন উঠে সরকারি কর্মচারী আচরণবিধি লঙ্ঘন ও শিষ্টাচার নিয়ে।
জানা যায়, রবিবার (২০ সেপ্টেম্বর) উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের শিক্ষা কর্মকর্তার অফিসে সহকারী শিক্ষা অফিসার মাহবুর রহমানের জন্মদিন পালন করা হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, উপজেলা শিক্ষা অফিসার শাহওনেয়াজ পারভীন তার অফিস কক্ষে তারই সহকর্মী সহকারি শিক্ষা অফিসার মাহবুব রহমানকে কেক খাইয়ে দিচ্ছেন।অন্য ছবিতে দেখা যায়,জন্মদিন উপলক্ষে মোমবাতি ও ঝাড় মোম জ্বালিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অফিসে থাকা কর্মকর্তা-কর্মচারীরা।
পরে ওই সহকারী শিক্ষা অফিসার তার নিজের ফেইসবুকের টাইমলাইনে জন্মদিন পালনের ছবিযুক্ত করে শিক্ষা অফিসার, সহকর্মী ও শিক্ষকদের ধন্যবাদ জানিয়ে পোস্ট দেন। এরপর দ্রুতই তা ভাইরাল হয়।
এদিকে সরকারি কর্মচারী আচরণবিধি লঙ্ঘন ও করোনাকালে স্বাস্থ্যবিধি না মেনে প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে ঘটা করে কর্মকর্তার জন্মদিন পালন নিয়ে সচেতন মহলে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।সমাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য লক্ষ করা যায়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিলে নিজের টাইমলাইন থেকে পোস্ট সরিয়ে নেন ওই কর্মকর্তা।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক বলেন, এই কর্মকর্তারা নিজেদের রাজা মনে করেন। আর সকল শিক্ষকরা তাদের প্রজা। তাদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। এই শিক্ষা কর্মকতার ব্যবহার কর্কশ। তাদের প্রতিনিয়ত অনৈতিক চাপে শিক্ষকরা জিম্মি।
এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার শাহওনেয়াজ পারভীন বলেন, ‘এটা কোনো বিষয়ই না। সাধারণ একটি বিষয়। ওনারা আমাকে একটু হাইলাইট করার জন্যই ফেইসবুকে পোস্ট করেছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা.নাসরীন পারভীন বলেন, ‘শিক্ষা দপ্তরের জন্মদিন পালনের বিষয়ে আমি অবগত নই।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy