প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৬, ২০২৪, ৪:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৩১, ২০২১, ৩:১৪ এ.এম
ভূয়াপুর পৌর নির্বাচনে দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ ১৫জন আহত
শহিদুল ইসলাম সোহেলঃ
টাঙ্গাইলের ভূঞাপুর পৌরসভা নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডে দুই কাউন্সিলর প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।এদের মধ্যে ৫ জনের অবস্হা আশংকাজনক। গুরুতর আহতাবস্থায় তাদের টাঙ্গাইল জেনারেল হাসপসতালে পাঠানো হয়েছে।আহতদের মধ্যে ৮জনের নাম জানাগেছে। তারা হচ্ছেন- কমলা বেগম(৫০),আ. রহমান(২৬),ময়েন উদ্দিন(৫০), খায়রুল(২০), দুলাল(৩৫), আছাদুল(২০), সূচী বেগম(৫৫), সহিতন(৫০)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ১ নং ওয়ার্ডের কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কাউন্সিলর প্রার্থী জাহিদ হোসেনের(উটপাখি) সমর্থকরা অপর প্রার্থী আনোয়ার হোসেনের(পানির বোতল) সমর্থকদের উপর চড়াও হয়। এ সময় জাহিদ হোসেনের সমর্থক কুতুবপুর গ্রামের আহেজ উদ্দিনের দুই ছেলে রহম আলী(৩৮) ও বাবু মিয়া ওরফে পিস্তল বাবুর(৩৫)নেতৃত্বে রামদা নিয়ে ভোট কেন্দ্রে হামলা চালায়।
এ ব্যাপারে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মহিউদ্দিন জানান,নির্বাচনী সহিংসতায় আহত হয়ে ৮ জন হাসপাতালে এলে প্রাথমিক চিকিৎসা দিয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাদের মধ্যে ৫জনের অবস্থা আশঙ্কাজনক বলে তিনি জানান।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy