এম আর হাসান জেলা প্রতিনিধি খুলনাঃ
সরকারি জনগুরুত্বপূর্ণ উন্নয়ন কাজ বাস্তবায়নের স্বার্থে সকল প্রতিবন্ধকতা দূর করাসহ প্রকল্পের কাজ ত্বরান্বিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিভিন্ন মন্ত্রনালয়ের কর্মের ধারাবাহিকতায় ৫ সেপ্টেম্বর (রবিবার) বেলা ১২ টায় রেলওয়ের পশ্চিম অঞ্চলের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরুজ্জামান মহসিন মোড় থেকে রেলিগেট পর্যন্ত ভৈরব ব্রিজ তৈরীর নিমিত্তে রেলওয়ের জমি অধিগ্রহণের জন্য প্রস্তাবিত ভূমি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এর নির্বাহী প্রকৌশলী আনিসুজ্জামান মাসুদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান এর ব্যক্তিগত কর্মকর্তা এম এ রিযাজ কচি ও হাফিজুর রহমান,
ভৈরব সেতুর পিএম প্রকৌশলী অসীত কুমার অধিকারী, ডিজিএম কওছার হোসেন, সড়ক বিভাগ-২ (সওজ) এর উপ-বিভাগীয় প্রকৌশলী বেলায়েত হোসেন, উপ-সহকারী প্রকৌশলী রাশিদুর রেজা, বাংলাদেশ রেলওয়ে কাচারী -১৮ এর ফিল্ড কানুনগো মনোয়ারুল ইসলাম, সার্ভেয়ার আবুবকর সিদ্দীকি, সওজ এর সার্ভেয়ার নাইমুর ইসলাম প্রমুখ।
ভৈরব সেতু নির্মাণের জন্য খুলনা সড়ক বিভাগের নগরীর মুহসীন মোড় থেকে রেলিগেট পর্যন্ত বাংলাদেশ রেলওয়ের ৭ দশমিক ১১৩৬ একর/ ২ দশমিক ৮৮ হেক্টর ভূমি প্রয়োজন।
সেতু বাস্তবায়নকারী সংস্থা খুলনা সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এর নির্বাহী প্রকৌশলী আনিসুজ্জামান মাসুদ ভৈরব ব্রিজ নির্মাণের জন্য উল্লেখিত স্থানের অধিগ্রহণের জন্য প্রস্তাবিত ভূমির দাগগুলো বাংলাদেশ রেলওয়ের রেকর্ডীয় মালিকানাধীন ভূমি হওয়ায় নতুন করে ইজারা/ নবায়ন না দেওয়াসহ ইতিপূর্বের সকল ইজারা বাতিল,
ব্যক্তি মালিকানাধীন পাকা/সেমিপাকা স্থাপনা অপসারণ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রস্তাবিত ভূমির দাগ সূচীর কপিসহ গত ১৮ মে ২০২১ রেলওয়ের পশ্চিমাঞ্চল জোনের ভূ-সম্পত্তি কর্মকর্তাকে বিশেষভাবে অনুরোধ করে চিঠি প্রদান করেন।
দিঘলিয়া (রেলিগেট)-আড়ুয়া-গাজীরহাট-তেরখাদা সড়কের (জেড-৭০৪০)খুলনা সড়কাংশে এক কিলোমিটার এ ভৈরব ব্রিজ নির্মাণের লক্ষে খুলনা জেলার দিঘলিয়া উপজেলার অন্তর্গত ০৪ নং মহেশ্বরপাশা,
১৩ নং দেবনগর ও ১৪ নং দিঘলিয়া মৌজার সর্বমোট ১৭ দশমিক ৪৯ একর/৭ দশমিক০৮ হেক্টর ভূমি অধিগ্রহণ প্রয়োজন হবে। এর মধ্যে ০৪ নং মহেশ্বরপাশা মৌজার ৭ দশমিক ১১৩৬ একর/২.৮৮ হেক্টর ভূমি বাংলাদেশ রেলওয়ের।