প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৬, ২০২৪, ৬:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৩১, ২০২১, ৫:২৮ এ.এম
ভোটকেন্দ্রে বিশৃঙ্খলার অভিযোগে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আটক
শহিদুল ইসলাম সোহেলঃ
টাঙ্গাইলের ভুঞাপুর পৌরসভা নির্বাচনে জোরকরে কেন্দ্র দখল ও বিশঙ্খলার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতাকে আটক করেছে পুলিশ।
শনিবার (৩০ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে পৌরসভার ২নং ওয়ার্ডের টেপিবাড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার কাজী নুসরাত এদীব লুনা বিষয়টি গণমাধ্যম কে নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুর আনুমানিক বারোটার দিকে ওই কেন্দ্রে নৌকার স্লোগান দিয়ে একদল মানুষ কেন্দ্রে প্রবেশ করে নৌকা প্রতীকে জাল ভোট দিতে থাকে।পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।এসময় কিছু জাল ভোটও উদ্ধার করা হয়।
এ ব্যাপারে টেপিবাড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার এটিএম সামসুজ্জামান বলেন,নৌকার মিছিল নিয়ে একটি দল কেন্দ্রে প্রবেশ করে নৌকা প্রতীকে জাল ভোট দেওয়ার চেষ্টা করে।তাৎক্ষনিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।এসময় কিছু নৌকা প্রতীকে সিল মারা ব্যালট পাওয়া যায়।
তবে কি পরিমাণ ব্যালটে জাল সিল মারা হয়েছে সেই তথ্য তিনি জানাতে পারেননি।
অতিরিক্ত পুলিশ সুপার কাজী নুসরাত এদীব লুনা বলেন, নির্বাচনী কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদককে আটক করা হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy