ভোরে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল
কামরুল হাসান মহানগর প্রতিনিধিঃ
জিম্বাবুয়ের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলার জন্য কাল ভোরে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। শুরুতে দলের সঙ্গী হবে ১৮ জন ক্রিকেটার। যাদের ১৭ জনই টেস্ট দলের সদস্য।
বিসিবি সূত্রে জানাগেছে, আগামীকাল(২৯ জুন) ভোর ৪.১০ মিনিটে কাতার এয়ারলাইন্সের একটা ফ্লাইটে জিম্বাবুয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে টাইগাররা
এদিকে রোববার সাপোর্ট স্টাফ ও টিম ম্যানেজমেন্টের সদস্যসহ ২৬ জন করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। মিলেছে স্বস্তির খবর। ২৬ জনের ফলই নেগেটিভ এসেছে। এতে সফরের আগে কিছুটা হলেও চিন্তামুক্ত বাংলাদেশ দল।
সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক মনজুর হোসেইন চৌধুরী বলেন, জিম্বাবুয়ে যাওয়ার আগে গতকাল মোট ২৬ জনের করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা নেয়া হয়েছিল। যেখানে ১৮ জন ক্রিকেটার আর বাকিরা স্টাফ ও টিম ম্যানেজমেন্ট। সবার ফলই নেগটিভ এসেছে।
প্রটোকল অনুযায়ী জিম্বাবুয়ে যাওয়ার আগে দুটি করোনাভাইরাস পরীক্ষার ফল নেগেটিভ আসতে হবে। যে জন্য গত ২৫ জুন প্রথম ও ২৭ জুন দ্বিতীয়বার পরীক্ষা করোনা হয় সফরে যাওয়া সদস্যদের। দুবারের পরীক্ষায় সবার ফলই নেগেটিভ এসেছে।
জিম্বাবুয়ে সফরে দুই ধাপে যাবে বাংলাদেশ দল। শুরুতে যাবেন টেস্ট দলের সদস্যরা। জিম্বাবুয়ে গিয়ে ২৬ জনের বহরে যোগ দেবেন অলরাউন্ডার সাকিব আল হাসান।
এছাড়া হেড কোচ রাসেল ডমিঙ্গো, পেস বোলিং কোচ ওটিস গিবসন, ফিল্ডিং কোচ রায়ান কুক, ট্রেনার ট্রেভর নিক লি ও ফিজিও জুলিয়ান ক্যালফেতোর সঙ্গে নতুন দুই কোচও জিম্বাবুয়েতেই দলের সঙ্গে যোগ দেবেন।
যদিও জিম্বাবুয়ে সফরে করোনাভাইরাস পরিস্থিতি সুখকর নয়। তবে স্বস্তির খবর এই যে, আপাতত সফরে যাওয়ার আগে দলে করোনাভাইরাস নিয়ে শঙ্কা নেই।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy