নিজস্ব প্রতিবেদক
ভোলার দৌলতখানে মূল্য তালিকা প্রদর্শন না করায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ১৭ই সেপ্টেম্বর বেলা ১১ টায় দৌলতখান বাজারের পৌর শহরে ভোলা জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মাহমুদুল হাসান এসব ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেন। এ সময় ভোলা ক্যাম্পের র্যাব-৮ এর কোম্পানি কমান্ডার মোঃ আবুল কালাম আজাদ সহ র্যাব এর একটি টিম উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে ভোলা জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মাহমুদুল হাসান জানান, অভিযান কালে মূল্য তালিকা প্রদর্শন না করায় জুয়েল স্টোরকে ২ হাজার, রাসেল এন্টার প্রাইজকে ২ হাজার, আলী ট্রেডার্সকে ২ হাজার, তাকিব স্টোরকে ৩ হাজার ও রাজিব স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy