
ভোলা প্রতিনিধি
ভোলার আলীনগরে বাড়ির পাশে সুপারি বাগান থেকে ওবায়দুল(১৭) নামে এক এসএসসি পরিক্ষার্থীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল রাতে এই হত্যাকান্ড হয়েছে বলে ধারনা করছে পুলিশ। নিহত ওবাইদুল স্থানীয় পশ্চিম রুইতা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থী ছিলেন।
নিহতের স্বজনরা জানান, গতকাল সন্ধ্যায় ফুপু বাড়ি থেকে এসে সাড়ে ৯ টায় বাজারের যাওয়ার উদ্দেশ্য বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি। তার পর থেকে তার কোন সন্ধান পাওয়া যায়নি। পরের দিন সকালে বাড়ির পাশে সুপারির বাগানে তার গলাকাটা লাশ পাওয়া যায়।
ভোলা সদর সার্কেল এর পুলিশ সুপার ফরহাদ সর্দার জানান,আর পুলিশ বলছে ৯৯৯ এ ফোন পেয়ে ঘটনা স্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে বলেও জানান তিনি।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply