ভোলার তজুমদ্দিনে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন থেকে কম্বল ও ত্রাণ সামগ্রী উদ্ধার করেছেন উপজেলা নির্বাহী অফিসার। চাচড়া ইউনিয়ন পরিষদের অনুকুলে বরাদ্দকৃত এসব সামগ্রী উদ্ধার করে প্রশাসনের জিম্মায় রাখা হয়েছে। তদন্ত করে প্রকৃত তথ্য উদঘাটনের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েন উপজেলা নির্বাহী অফিসার।
এদিকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জানান, শুক্রবার পরিষদ বন্ধ থাকায় গাড়ি চালক ত্রাণ সামগ্রীগুলো মাঠে ফেলে গেলে তা স্কুল রুমে তুলে রাখে স্থানীয়রা।
স্থানীয় ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ৪নং চাঁচড়া ইউনিয়ন পরিষদের অনুকুলে বরাদ্দকৃত ৩২ প্যাকেট শুকনো খাবার ও ২শ’ পিস কম্বল বরাদ্দ দেয়া হয়। শুক্রবার ওইসব কম্বল উপজেলা প্রকল্প কর্মকর্তার দপ্তর হতে ইউনিয়ন পরিষদের নেয়া হয়। ওইসব ত্রাণ সামগ্রী ইউনিয়ন পরিষদে না পৌছে ২নং ওয়ার্ডের মধ্য চাঁচড়া প্রাথমিক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একটি রুমে রাখা হয়। অভিযোগ রয়েছে, চাঁচড়া ইউনিয়নের চেয়ারম্যান রিয়াদ হোসেন হান্নান দরিদ্রদের মাঝে বিতরণ না করে আত্মসাতের জন্য স্কুল ঘরে মজুদ করেছেন।
স্থানীয়রা বিষয়টি উপজেলা প্রশাসনকে জানালে রাত দুই টায় তজুমদ্দিন থানার এসআই মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যান। পরে জব্দকৃত সামগ্রী উপজেলা নির্বাহী কর্মকর্তার পরামর্শ অনুযায়ী স্থানীয় চৌকিদারের জিম্মায় রাখা হয়।
এদিকে শনিবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরা প্রাথমিক বিদ্যালয়ের রুম থেকে মালামালগুলি জব্দ করে প্রশাসনের হেফাজতে নেন।
চাঁচড়া ১নং ওয়ার্ড যুবলীগ সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, সরকারি মালামালগুলি ইউনিয়ন পরিষদে না রেখে বর্তমান চেয়ারম্যান আত্মসাতের জন্য মধ্য চাঁচড়া প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি রুমে রাখে।
তবে চাঁচড়া ইউনিয়নের ১,২ ও ৩নং ওয়ার্ডের সংরাক্ষিত মহিলা মেম্বার শামছুন্নাহার জানান, ত্রাণের মালামালগুলি গতকাল শুক্রবার ইউনিয়ন পরিষদ বন্ধ থাকায় উপজেলা থেকে এনে স্কুলে রাখা হয়েছে। আত্মসাতের অভিযোগটির রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, মিথ্যা ও ভিত্তিহীন।
মধ্য চাঁচড়া প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান বলেন, স্কুলের রুমের তালা ভেঙে ত্রাণের মালামালগুলি স্কুলে রাখা হয়েছে। তালা ভাঙার বিষয়টি উপজেলা শিক্ষা অফিসারকে জানানো হয়েছে কিনা এমন প্রশ্নের কোনো উত্তর দিতে পারেননি প্রধান শিক্ষক।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম বলেন, স্কুলের তালা ভাঙ্গার বিষয়টি আমাকে কেউ জানায়নি।
চাঁচড়া ইউনিয়নের চেয়ারম্যান রিয়াদ হোসেন হান্নান জানান, শুক্রবার উপজেলা সদর থেকে গাড়িতে করে ত্রাণ সামগ্রীগুলো ইউনিয়ন পরিষদে পাঠানো হয়। পরিবহনকারী ড্রাইভার ইউনিয়ন পরিষদ বন্ধ পেয়ে ওই স্কুলের সামনে মালামালগুলো ফেলে রেখে চলে যায়। শুক্রবার হওয়ায় সচিব ইউনিয়ন পরিষদ না আসায় বন্ধ ছিল। পরে স্থানীয় ইউসুফ সিকদার এলাকাবাসীর সামনেই মালামালগুলি স্কুলের একটি রুমে রাখেন। আমার প্রতিপক্ষ সাবেক চেয়ারম্যান আবু তাহের মিয়া ও তার বড়ভাই শামছু মাষ্টার রাজনৈতিক ফায়দা লুটতে এমন নাটক সাজিয়েছেন।
তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) এনায়েত হোসেন বলেন, চাঁচড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু তাহের মিয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ মালামালগুলো হেফাজতে রেখেছে। মালামালগুলো নিজ জিম্মায় আনার পর তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy