স্টাফ রিপোর্টার হাজী মুক্তার হোসেন
ভোলা জেলা নাগরিক ফোরাম বি ডি সি এফ একটি অরাজনৈতিক সংগঠন। ২০১৬ সাল থেকে এই সংগঠন মানবতা অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। বিভিন্ন সময় বিভিন্ন প্রতিকূল এর মধ্য দিয়ে সংগঠনটি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে।
সংগঠনটিকে আরো গতি শীল করার লক্ষ্যে 1/6/2020 ইং তারিখে কেন্দ্রীয় কমিটির হাল ধরতে হাজী মুক্তার হোসেন কেন্দ্রীয় কমিটির সভাপতি নিযুক্ত করা হয়।
এর পরপরই নাগরিক ফোরাম কে আরো গতিশীল এবং ভোলার প্রতিটি প্রান্ত তুলে ধরার জন্য।
ভোলা সদর উত্তর পাঁচটি থানা নিয়ে এবং দক্ষিন চরফ্যাশন পাঁচটি থানা নিয়ে কমিটি ঘোষণা করেন।
ইতিমধ্যে সৌদি আরব সিঙ্গাপুর মালয়েশিয়া কুয়েত এবং সাজ্জা ও ইউ এ দুবাই সহ বিভিন্ন দেশে নাগরিক ফোরামের কমিটি ঘোষণা করা হয়েছে।
প্রক্রিয়াধীন আছে ভোলা আটটি থানা সহ দেশের বাহিরের অনেকগুলি কমিটি।
নাগরিক ফোরামের বর্তমান অগ্রগতি এবং উন্নতি দেখে অনেকে কেন্দ্রীয় কমিটিতে আশার প্রস্তাব করে।
কেন্দ্রীয় কমিটির নীতিনির্ধারক উক্ত প্রস্তাব গ্রহণ করে কেন্দ্রীয় কমিটিকে আরও শক্তিশালী গ্রহণযোগ্য করার লক্ষে।
পদ রদবদল এবং কেন্দ্রীয় কমিটিতে নতুন সংযোজন করা হয়। উপদেষ্টা পদে বিশিষ্ট সমাজসেবক দানভীর এম এ মহিউদ্দিন জাহাঙ্গীর, সিঙ্গার ফিরোজ প্লাবন,
ইঞ্জিনিয়ার আব্দুল হালিম কুসুম
তজুমদ্দিনের বিশিষ্ট রাজনীতিবিদ পরিবারের সন্তান ইঞ্জিনিয়ার ওবায়দুর রহমান শিবলু।
ও সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক পথে আনা হয় বিশিষ্ট রাজনীতিবিদ মেহেদী চৌধুরীকে।
সহ-সভাপতি
সাখাওয়াত হোসেন সবুজ,
মোঃ মিরাজ উকিল
মোহাম্মদ নূর হোসেন
মোহাম্মদ আক্তার শিকদার
মোঃ আরিফ হোসেন
মোঃ জাকির হোসেন
মোহাম্মদ শাহিন হোসেন
মোহাম্মদ মাসুদ
সহ-সাধারণ সম্পাদক পদে
শওকত চৌধুরী
মোহাম্মদ ইউসুফ
মোহাম্মদ কবীর মিয়া
মোহাম্মদ আনোয়ার মাহমুদ সহ অনেকেই বিভিন্ন পদে সংযুক্ত করা হয়।
গত 30/10/2020 ই ঢাকা মগবাজার জলপাই রেস্টুরেন্টে এক পরিচিত সবার সভাপতি করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি হাজী মুক্তার হোসেন।
উপদেষ্টা ফিরোজ প্লাবন মাঈনুদ্দীন ইঞ্জিনিয়ার ওবায়দুর রহমান শিবলু ইঞ্জিনিয়ার আবদুল হালিম কুসুম সালাউদ্দিন সাহেব সংগঠন নিয়ে তাদের দিকনির্দেশনা এবং করণীয় ব্যক্ত করেন।
হাজী মোক্তার হোসেন জানান আমরা ভোলার অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছি।
তিনি আরো জানান বর্তমানে সারাদেশে বিভাজন বিভক্ত হয়ে আছে।
আমরা এই সকল দলের সবাইকে এক টেবিলে বসিয়েছি।
এবং আমাদের কাজ চলছে আমরা ইনশাআল্লাহ প্রমাণ করে দিব ভোলার জনতা আমরা সবাই একতা।
হাজী মুক্তার হোসেন আরো জানান আমরা ইতিপূর্বে অনেক অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি।
আমাদের কাজ চল মান ইনশাল্লাহ এটা চলতেই থাকবে। হাজী মুক্তার অসহায় মানুষের কথা বলতে গিয়ে বারবার আবেগ ভোঁতা হয়ে পড়েন। হাজী মুক্তার হোসেন বলেন এই কমিটির জন্য অসহায় মানুষের জন্য অনেকে দিনরাত কাজ করে যাচ্ছেন। অনেকে পর্দার আড়ালে থেকে আমাদের সহযোগিতা করার কারণে আমরা মানুষের দ্বারপ্রান্তে যেতে পারি। সাধারণ সম্পাদক সোহেল পরিশ্রম এবং বলিষ্ঠ ভূমিকার প্রশংসা করেন।
হাজী মুক্তার হোসেন আরো জানান কালক্রমে অনেকেই পরিবর্তন হয়েছে।
আমিও একদিন এই পথে থাকবো না।
আমি যতদিন আছি এই সংগঠনটিকে ভোলার মধ্যে এক নম্বর দানভীর সংগঠন হিসেবে তুলে ধরব ইনশাল্লাহ।