রেখে মনি স্টাফ রিপোর্টার
ভোলার বাংলাবাজারের দক্ষিন দিগল্দি ২নং ওয়ার্ডের নতুন হাট বাজার সংলগ্ন বসত ঘরে ঢুকে ৪ জনকে কুপিয়ে জখম করেছে দূর্বৃত্তরা। রবিবার (২৬শে জুলাই) সকাল ১১ টার সময় এ ঘটনা ঘটে। আহতরা হলেন-রিপা বেগম (৩৬),সুচনা আক্তার লিজা (১৭),এনছানা আক্তার (১৪),ঈমন হোসেন খান (১৮)। সরোজমিনে গিয়ে জানা যায়,রাজনৈতিক পেক্ষাপটের জের ধরে ২৪-২৫ জন দূর্বৃত্তরা ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। দূর্বত্তরা হলেন,মোক্তার মেম্বার-পিতাঃ সিরাজুল খান,আফিজুল বয়াতি,নাসির বয়াতি,শফিজুল বয়াতী, উভয় পিতাঃ হাসেম বয়াতী, মিজান বয়াতী,কালাম বয়াতী,কামরুল বয়াতী,পিতাঃ দাইমদ্দিন বয়াতী,ইমন বয়াতি- পিতাঃ আলম বয়াতী,রনি বয়াতী-পিতা ফরিদ বয়াতী, শাকিল বয়াতী-পিতাঃ নাসির বয়াতী সহ অজ্ঞাত ১৪-১৫ জন। এ সময় পরিবারের লোকজন দূর্বৃত্তদের উপস্থিতি টের পেলে তাদের সাথে হাতাহাতির ঘটনা ঘটে। পরে দূর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে ৪ জনকে গরুতর জখম করেন এবং তাঁর ঘরে রাখা নগদ ৪ লক্ষ টাকা এবং স্বর্নের চেইন ৪ টি,কানের দুল ৪ জোড়া,হাতের রুলি ১ জোড়া,হাতের আটিং ১৩ টি সহ প্রায় আনুমানিক ৩০ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। তাদের চিৎকারে এলাকাবাসী টের পেয়ে দূর্বৃত্তদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। আহত অবস্থায় তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়,এবং তাদের শারীরিক অবস্থার অবনতি দেখলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে প্রেরণ করে। কর্মরত চিকিৎসক জানান,রোগীর অবস্থা এখনও অাশঙ্কা জনক।ভোলা সদর থানার অফিসার ইনচার্জ এনায়েত হোসেন বলেন এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং ইতিমধ্যে ৩ জন কে গ্রেফতার করা হয়েছে বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।