
ওয়াকিল আহমেদ(ক্ষেতলাল)প্রতিনিধিঃ-
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নের জাফর আলীর ছেলে হত দরিদ্র ভ্যান আবু বক্কর তার ব্যবহারিক সাওমি-রিডমিক স্মার্ট থ্রিজি মোবাইল ফোনটি এক সপ্তাহ আগে হারিয়ে তিনি অসহায় হয়ে সরাসরি ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) নীরেন্দ্রনাথ মণ্ডলের নিকট গিয়ে কাগজপত্রসহ বিষয়টি অবগত করলে।
ওসির ব্যাপক প্রচেষ্টায় তথ্য প্রযুক্তির মাধ্যমে মাত্র এক সপ্তাহের মধ্যে ভ্যান চালকের হারানো মোবাইল ফোনটি উদ্ধার করে মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে হত দরিদ্র ভ্যান চালক আবু বক্করকে থানায় ডেকে তার মোবাইল ফোনটি ফিরিয়ে দেন ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ(ওসি) নীরেন্দ্রনাথ মণ্ডল।
দৈনিক সূর্যোদয় এ কর্মকর্তার বিষয়ে জানতে পারে এই উপজেলার যে কারো সেলফোন হারালে সোজা তার কাছে ছুটে আসে সকল মানুষ। এই পুলিশ কর্মকর্তা গত কয়েক মাসে ২৫-২৭ টি এমন মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের থানায় ডেকে তাদের কাছে হারানো ফোনগুলো ফিরিয়ে দিয়েছেন। ফলে ক্ষতিগ্রস্তদের ভরসাস্থলে পরিণত হয়েছেন তিনি। তবে এতে ওসি নীরেন্দ্রনাথ মণ্ডলের কাজের চাঁপও কিছুটা বেড়েছে। কারণ আশেপাশের জেলার মানুষও এখন তার কাছে আসতে শুরু করেছে। তবে মানুষের উপকার করতে পারায় কাজটি বেশ উপভোগ করছেন তিনি।
বিষয়টি নিয়ে হত দরিদ্র ভ্যান চালক আবু বক্করের সাথে কথা বললে তিনি দৈনিক সূর্যোদয়কে কান্না ভেজা কন্ঠে বলেন,আমি গরীব মানুষ ঋণের টাকাই মোবাইল টি কিনেছিলাম সারাদিন ভ্যান চালিয়ে ক্লান্ত শরীর নিয়ে বাড়িতে ফিরে দেখি আমার মোবাইল ফোনটি নেই। পরে অনেকে খোঁজাখুঁজি করেও পায়নি।আমার ফোনে বিকাশ অ্যাকাউন্টসহ অনেক গুরুত্বপূর্ণ নম্বর ছিল এ কারণে সেলফোনটি হারিয়ে খুব দুশ্চিন্তায় পড়ে যায়। এরপরে জানতে পারি ক্ষেতলাল থানার ওসির মোবাইল ফোন উদ্ধারের সফলতার কথা। তা শুনে থানায় গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে আসলে। মাত্র সপ্তাহের মধ্যে ওসি উপজেলার আলমপুর ইউপির দৌলতপুর গ্রাম থেকে আমার হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি উদ্ধার করে থানায় ডেকে আমাকে ফিরিয়ে দেন এতে আমি অনেক আনন্দিত।
ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) নীরেন্দ্রনাথ মণ্ডল দৈনিক সূর্যোদয়কে জানান, আমরা পুলিশ’আমরা জনগণের জানমাল রক্ষার দারিদ্র পালন করার অঙ্গীকার করেই চাকরীতে যোগাদান করেছি। আমার ক্ষেতলাল থানার সকল জনগণের ভালোমন্দ দেখার দারিদ্রও আমার। শুধু ভ্যান চালক না যেকোনো ব্যক্তি দালাল চক্র ছাড়াই আমার থানায় প্রবেশ আমাকে সরাসরি অভিযোগ দিতে আমি ইতিমধ্যে ব্যাপক প্রচার করেছি। শুধু মোবাইল কেন যেকোনো অভিযোগ পেলে আমি নিজে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবো বলে তিনি জানান
এ জাতীয় আরো খবর..
Leave a Reply