
নিরেন দাস,জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ-
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি”র) স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের মৃত্যুতে কেন্দ্রীয় কমিটি শোক ঘোষণা করাই কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শোক পালন ও দোয়া মাহফিল করেছে জয়পুরহাট জেলা বিএনপি।
বৃহস্পতিবার (১৮ মার্চ) সকালে জয়পুরহাট জেলা বিএনপির দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হয়। পরে দলীয় কার্যালয়ে মহুরম ব্যারিস্টার মওদুদ আহমদের রুহের মাগফেরাত কামনা করে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময়ে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ শামছুল হক,যুগ্ম- আহ্বায়ক গোলজার হোসেন,যুগ্ম- আহ্বায়ক মাসুদ রানা প্রধান,যুগ্ম- আহ্বায়ক আব্দুল ওয়াহাব,জেলা
ছাত্রদলের সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক আদনান শাহরিয়ারসহ জেলা,সদর উপজেলা, পৌর বিএনপি সহ সকল সহযোগী ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এবিষয়ে জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও সাবেক জেলা ছাত্রদলের সভাপতি মাসুদ রানা প্রধান
জাতীয় দৈনিক সূর্যোদয় কে জানান, গত ১৬ মার্চ মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬ টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন এ প্রবীণ রাজনীতিক নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ তার মৃত্যুর পর কেন্দ্রীয় কমিটির ঘোষনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে
সারা দেশব্যাপীর ন্যায় জয়পুরহাট জেলা বিএনপিও দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করে শোক পালন করে এবং মহুরমের রুহের মাগফেরাত কামনা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply