মোঃশাহজাহান খন্দকার, কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রাম জেলায় পুরোপুরি মেধা ও যোগ্যতায় পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেলেন ৭৯ জন। নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করেছেন পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক 'স্মার্ট বাংলাদেশ ২০৪১' রূপকল্প বাস্তবায়নের প্রত্যয়ে 'স্মার্ট পুলিশ' অভিপ্রায়ে দুর্বার গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ পুলিশ। এরই ধারাবাহিকতায় কুড়িগ্রাম জেলায় নিয়োগ যোগ্য শূণ্য পদের বিপরীতে বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করে সুষ্ঠু ও সুশৃঙ্খল ভাবে শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার মাধ্যমে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের চুরান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে।
স্মার্ট পুলিশ গড়ার লক্ষ্যে 'চাকরি নয় সেবা' এই প্রত্যয়ে বাংলাদেশ পুলিশে নতুন নিয়মে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা গত ৫ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ হতে শুরু হওয়া Physical Endurance Test, লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা এইসকল ধাপ অতিক্রম করে ২৪ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ ৭৯ জন চূড়ান্তভাবে মনোনীত হয়।
জেলার নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম- পুলিশ লাইন্সে ২৩ ফেব্রুয়ারি রাত ২:৩০ ঘটিকায় আনুষ্ঠানিকভাবে টিআরসি নিয়োগ কার্যক্রমের সকল ইভেন্টে কৃতকার্য প্রার্থীদের লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের নাম ও ফলাফল ঘোষণা করেন এবং কুড়িগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, কনস্টেবল রিক্রুটমেন্ট পরীক্ষার পুরো প্রক্রিয়াটি ডিজিটালাইজড ভাবে অনলাইনে সম্পন্ন করতে হয় বিধায় প্রক্রিয়াটি শতভাগ নির্ভুল এবং ধাপে ধাপে এমন সিস্টেমেটিক ডিজাইনে স্তরে স্তরে সাজানো যে, শুধুমাত্র মেধাবী, যোগ্য ও শারীরিক ভাবে প্রার্থীরাই উর্ত্তীন হতে পারে, অন্য কেউ নয়। চূড়ান্তভাবে উত্তীর্ণদের অভিনন্দন জানিয়ে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্ব সাথে দেশসেবার মনোভাব নিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কাজ করার আহবান জানান পুলিশ সুপার। যারা এই নিয়োগে অংশগ্রহণ করেছে কিন্ত কৃতকার্য হতে পারে নাই, তাদের তিনি প্রবল মনশক্তি নিয়ে অনাগত সময়ে অধিকতর ভাল কিছু করার প্রেষণা প্রদান করেন এবং এবারের পরীক্ষায় সকল অংশগ্রহনকারীই জেলা পুলিশের নির্মোহ প্রার্থনায় অবিরত থাকবে মর্মে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এ সময় নিয়োগ বোর্ডের সদস্য দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মমিনুল করিম, নীলফামারী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ সাইফুল ইসলাম, কুড়িগ্রাম জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা। এই প্রক্রিয়ায় আরো ছিল পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রেরিত উচ্চতর কমিটির নিরিবিচ্ছিন্ন তদারকি, মনিটরিং ও সহযোগিতা।
উত্তীর্ণ প্রার্থীরা সমস্বরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমরা আজীবন এই পুলিশের প্রতি কৃতজ্ঞতায় আবদ্ধ। এদের নেতৃত্বের কারনেই আমরা নিজের শারিরীক যোগ্যতা, কঠোর পরিশ্রম ও মেধার বলেই কোন প্রকার অর্থ ছাড়াই স্রষ্ঠা আমাদের এই পুলিশের চাকরিটি দিল।
উল্লেখ্য, কুড়িগ্রাম জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল ৭৯ জনের শূন্য পদের বিপরীতে প্রিলিমিনারি স্ক্রিনিং শেষে ২৭৮৮ জন প্রার্থী শারীরিক মাপ, শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান। শারীরিক মাপ, শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা শেষে ৬১২ জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে এবং লিখিত পরীক্ষায় ২১১ জন প্রার্থী উত্তীর্ণ হয়ে মৌখিক (ভাইভা) পরীক্ষায় অংশগ্রহণ করে তন্মধ্যে চূড়ান্তভাবে ৭৯ জনকে মনোনীত করে কুড়িগ্রাম জেলা টিআরসি নিয়োগ পরীক্ষা বোর্ড ৷
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy