আব্দুল্লাহ আল মামুন:
নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের মাকড়াইল গ্রামের বীর মুক্তিযোদ্ধা হায়েজ শিকদারের ছেলে, সজীব সিকদার (২৫) অনলাইনে মোটরসাইকেল কিনে প্রতারণার শিকার হয়েছেন। প্রতারণার শিকার মো.সজীব সিকদার এ ঘটনায় নির্দোষ আরমান মোল্যা (২০) নামে এক কলেজ ছাত্রকে ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ করেছেন আরমানের পরিবার। আরমান গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া গ্রামের মিটুল মোল্লার ছেলে।
আরমানের পিতা মিটুল মোল্লা বলেন, আমার ছেলে নির্দোষ। সজীব সিকদার আমার ছেলেকে চিনেও না। সে অন্য কারো কাছ থেকে নাম ঠিকানা জোগাড় করে আমার ছেলেকে ফাঁসিয়ে দিয়েছে। শুধু শুধু আমার ছেলে জেল খাটছে। আমি এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার চাই।
মামলার বাদী প্রতারণার শিকার সজিব শিকদার (২৫) বলেন, আমার ৬ মাস পূর্বে ফেসবুকের মাধ্যমে নাঈম মোল্লা নামে এক যুবকের সাথে পরিচয় হয়। সেই থেকে আলাপচারিতার মাধ্যমে আমি একটি R15m মোটরসাইকেল কিনব বলে তাকে জানাই এরপর নাঈম আমাকে বলে, আমার পরিচিত একজন বিক্রি করবে আপনি কিনতে চাইলে কিনতে পারেন দাম ৫ লক্ষ টাকা। আমি তার কথা বিশ্বাস করে কিন্তুে আগ্রহ প্রকাশ করি। এরপর নাঈম ঢাকা থেকে আমাকে ফোন করে বলে যে গাড়িটি পাঠিয়ে দিয়েছি আকাশ নামে এক জনের কাছে। আকাশ পৌঁছালে ওর কাছে টাকা দিয়ে গাড়িটি বুঝে নিতে হবে। আমি টাকা নিয়ে গত (২৫ জুন) সকালে লোহাগড়া টি-চর কালনায় পৌঁছালে দেখি আকাশ ও তার সাথে দুইজন সহযোগী গাড়িটি নিয়ে দাঁড়িয়ে আছে। তাদের সাথে পরিচয় দিয়ে কথা হলে আকাশ বলে আপনি তিন লক্ষ টাকা দেন আর যশোর যেয়ে গাড়ির কাগজপত্র এফিডেভিট করে দুই লক্ষ টাকা দিবেন। আমি কোন কথা না বাড়িয়ে আকাশের হাতে তিন লক্ষ টাকা তুলে দেই। এরপর আকাশ ও তার সহযোগী দুজন টাকাগুলো বুঝে পেয়ে মোটরসাইকেল ঘুরিয়ে দ্রুত গতিতে মধুমতি সেতু হয়ে ফরিদপুরের দিকে চলে যায়। এরপর আমিও আমার সঙ্গে থাকা আমার বন্ধু মোটরসাইকেল যোগে তাদেরকে ধাওয়া করি। কিছুদূর যাওয়ার পর তাদেরকে আর খুঁজে পায়নি। প্রাথমিকভাবে আকাশের সাথে থাকা দুজনের নাম পরিচয় জানতাম না কিন্তু পরবর্তীতে তাদের নাম পরিচয় ও ঠিকানা নিয়ে আমি গত (৩ জুলাই) ৪ জনকে আসামি করে লোহাগড়া থানায় একটি প্রতারণার মামলা দায়ের করি। মামলা নং -০৪/১৬৫ তাং০৩/০৭/২৪ ধারা:৪০৬/৪২০ পেনাল কোড।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কুমার রায় বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy