প্রিন্ট এর তারিখঃ মে ১৪, ২০২৫, ১২:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৪, ২০২১, ৯:৩৭ পি.এম
মটর শ্রমিকদের জয়পুরহাটে অবস্থান কর্মসূচি’ প্রধানমন্ত্রী বরাবর স্বারক লিপি প্রদান

নিরেন দাস,জয়পুরহাটঃ-
করোনাভাইরাসের কারণে সরকার ঘোষিত চলমান লকডাউনে গণপরিবহণের শ্রমিকরা কর্মহীন হয়ে পরায় জয়পুরহাট মটর শ্রমিক ইউনিয়ন অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিল ও প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেছে।
মঙ্গলবার (৪ ঠা মে) সকালে জয়পুরহাট জেলা মটর শ্রমিক ইউনিয়ন আয়োজনে কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে ঘন্টা ব্যাপী অবস্থান কর্মসূচি পালন শেষে তিন দফা দাবী আদায়ের লক্ষে প্রধানমন্ত্রীর নিকট জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করে জেলার শ্রমিক নেতারা।
জয়পুরহাট জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে, অবস্থান কর্মসূচিতে তিন দফা দাবীতে বক্তব্য রাখেন জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক। এসময়ে আরো উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন আলম, সড়ক সম্পাদক জাহাঙ্গীর আলম তুহিন,সদস্য শেখ নুর আলম তাজিমসহ জেলা মটর শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতা ও শ্রমিকরা।
অবস্থান কর্মসূচিতে সাধারন সম্পাদক আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন কর্তৃক তিন দফা দাবী উল্লেখ্য করে তার বক্তব্যে বলেন, অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে বাসের মোট আসনের মধ্যে অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবণ ও পণ্য পরিবহণ চলাচলের ব্যবস্থা করতে হবে। সড়ক পরিবহণ শ্রমিকদের আর্থিক অনুদান ও খাদ্য সহায়তা প্রদান করতে হবে।
সারাদেশে বাস ও ট্রাক টার্মিনাল গুলোতে পরিবহণ শ্রমিকদের জন্য ১০ টাকা কেজিতে এমএস এর চাউল বিক্রয়ের ব্যবস্থা করতে হবে। তিনি আরো বলেন সরকার ঘোষিত চলমান লক ডাউন শিথিল করায় সারাদেশে গার্মেন্টস,শপিং মল, কাঁচা বাজার, অফিস আদালত ইত্যাদিসহ সবকিছু ঠিকিই চলছে। অথচ আমাদের গণপরিবহণের শ্রমিকরা বেকার হয়ে মানবেতর জীবন যাপন করছে।
তাই গণপরিবহণের শ্রমিকদের বেকারত্ব ও আমাদের তিন দফা দাবী সরকার দ্রুত মেনে নিয়ে পদক্ষেপ নিবেন বলেও তিনি দাবী করেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy