বেনাপোল যশোর :-
যশোরের মণিরামপুর উপজেলার কাশিমনগর গ্রামে একদিনে ১টি পাগলা কুকুরের কামড়ে ৭জন আহত হয়েছে।
গতকাল রবিবার (১৪ নভেম্বর) উপজেলার কাশিমনগর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, কাশিমনগর গ্রামের আইয়ান হোসেন (৭), নাদড়া গ্রামের আড়াই বছর বয়সী রোজা খাতুন, ওই গ্রামের বিধান কুমার (৪২) ও ছকিনা খাতুন (১২), হুমাতলা গ্রামের গোলাম মোস্তফা (৭) ও সোহানা খাতুন (১২), লেবুগাতী গ্রামের খাদিজা খাতুন (৪)। মণিরামপুর গ্রামের গৌরব সাহা (১৮), হরিহরনগর গ্রামের সিয়াম হোসেন (১২) ও এনায়েতপুর গ্রামের ফহিম হোসেন (৭)।
মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক আব্দুল মজিদ বলেন, কাশিমনগর ইউনিয়নে রবিবার দিনের বেলায় একটি পাগলা কুকুর দৌঁড়ে সামনে যাকে পেয়েছে তাকে কামড়ে আহত করেছে।
মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ওয়ার্ডবয় আকতার হোসেন চিকিৎসকদের বরাত দিয়ে বলেন, রবিবার কুকুরের কামড়ে আহত ৭ জনকে হাসপাতাল থেকে প্রতিষেধক ইনজেকশন দেয়া হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy