প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৬, ২০২৫, ১২:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২১, ১০:৪৫ পি.এম
মণিরামপুরে স্কুল ছাত্রী অপহৃত, পাঁচ দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ
বেনাপোল প্রতিনিধিঃ প্রতিনিধি :
যশোরের মণিরামপুর উপজেলার কুশখালি আসাননগর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীর অপহরনের শিকার হয়েছে। এ ঘটনায় স্কুল ছাত্রীর পিতা ৪ জনের নামে থানায় অভিযোগ দায়ের করেন।অপহরনের ৫দিন অতিবাহিত হলেও অপহৃত ছাত্রীকে উদ্ধার করতে পারেনি পুলিশ প্রশাসন।
যার কারনে ওই স্কুল ছাত্রীর পরিবার নানা শংকার মধ্যে দিনাতিপাত করছে বলে জানা গেছে।
সরেজমিনে গেলে ওই স্কুল ছাত্রীর পিতা ও মাতা জানান, গত মঙ্গলবার বিকালে তার মেয়ে দশম শ্রেনীর ওই ছাত্রী স্কুলের শিক্ষক প্রদীপের কাছে প্রাইভেট পড়ার কথা বলে বাড়ি থেকে বের হয়।
এরপর সন্ধ্যা হয়ে গেলেও ওই ছাত্রী বাড়ি ফেরেনি। পরে তারা খোঁজা খুজির পর জানতে পারেন আসাননগর গ্রামের পাঁকা রাস্তা থেকে তার মেয়ে অপহরনের শিকার হন। তাদের অভিযোগ, পার্শ্ববর্তী কুলখালি গ্রামের সুরঞ্জণ বিশ্বাসের ছেলে হিরামন
বিশ্বাস রাস্তা থেকে জৈনক মাধব নামের এক ব্যক্তির মোটর সাইকেলে করে তার মেয়েকে জোরপূর্বক অপহরন করে নিয়ে গেছে। এ ঘটনা জানার পর গত বৃহস্পতিবার ওই ছাত্রীর পিতা বাদী হয়ে থানায় ৪জনের নামে অপহরনের অভিযোগ করেন।
অভিযোগের পর এস আই যোগেশ দত্ত ওইদিন ঘটনাস্থলে তদন্তে এসে বিষয়টির সত্যতা পান। এ সময় এস আই যোগেশ স্কুল ছাত্রীর পবিরারকে আশ্বাস দেন, তার মেয়েকে দ্রুত উদ্ধার করে অপহরনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।অপহৃতকে উদ্ধার অভিযান অব্যাহত আছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy