আলী আজগর নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ
নেত্রকোনা জেলার মদন উপজেলার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মজিবুর রহমান বিল্লাল (নৌকা) ভোটাদারদের টেবিলে প্রকাশ্যে ভোট দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে।
এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থী (আনারস) সাবেক উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুল আলম তালুকদার জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন।
তবে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মজিবুর রহমান বিল্লাল অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বানোয়াট তার অবস্থান ভালো, তাই এ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য মো. নুরুল আলম তালুকদার এমন অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৯ ডিসেম্বর রাতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মজিবুর রহমান বিল্লাল তার নির্বাচনী সভায় ভোটারদের প্রকাশ্যে ভোট প্রদানে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করেছেন। ভোটকেন্দ্রে বহিরাগতদের দিয়ে নৌকায় ভোট দেওয়ার পরিকল্পনা আছে বলেও তিনি উল্লেখ করেন।
উপজেলা নির্বাহি কর্মকর্তা বুলবুল আহমদ তিনি এ প্রতিনিধিকে বলেন, নির্বাচন অবাধ সুষ্ঠু হবে । সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া অভিযোগ গ্রহণযগ্য না। সুনির্দিষ্ট প্রমাণাদি থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy