রফিকুল ইসলাম মদন উপজেলা প্রতিনিধিঃ
নেত্রকোনার মদন পৌরসভার মদন টু কেন্দুয়া রাস্তায় গত ৩ অক্টোবর বুধবার সন্ধ্যায় ৭ ঘটিকায় সময় পূর্ব শত্রুতার জের ধরে অতর্কিত এক হামলার ঘটনা ঘটে। এ ঘটনার সাথে জড়িত থাকা দুজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন মৃত জানু মিয়ার ছেলে সোহেল ( ৩৫)ও মোহাম্মদ (২৯)।
চানগাঁও ইউনিয়নের চকপাড়া বড়বাড়ি মৃত মৌওলা মিয়ার ছেলে হাবিবুর( ৪০) ও রফিকুল ইসলামের ছেলে মুকাররম হোসেন (২২) কে পূর্ব শত্রুতার জের ধরে অতর্কিত ভাবে হামলা করলে গুরুতর আহত অবস্থায় স্বজনেরা তাকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য মদনে কোন সিএনজি অ্যাম্বুলেন্স না থাকায়, শ্রমিক নেতা হাবিবুর ও মুকাররমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পুলিশের গাড়িতে করে পাঠাতে হলো জখমী হাবিবুর ও মুকাররম হোসেন কে। এতে মদন থানা অফিসার ইনর্চাজ ফেরদৌস আলম মানবিকতার পরিচয় দেন।
এ ঘটনার সাথে জড়িত থাকা মোহাম্মদ নামের এক যুবক ও আহত হয় ।
স্থানীয় বাজার বাসীর সূত্রে জানা যায় , মদন সিএনজি অটোরিকশা চালক সমিতির সভাপতি হাবিবুর রহমানের ভাতিজা মোকাররম বুধবার সন্ধ্যায় কেন্দুয়া মদন রাস্তায় সিএনজি স্টেশনে আসলে কয়েকজন যুবক অতর্কিত ভাবে হামলা করে মোকাররমের উপর।
এ সময় চায়ের দোকানে থাকা শ্রমিক নেতা হাবিবুর তার ভাতিজা মোকাররমকে এলোপাতাড়ি মারধর করছে দেখে এগিয়ে আসলে তাকেও মারধর করে এতে হাবিবুর ও তার ভাতিজা মোকাররম গুরুতর আহত হয়।
আহত শ্রমিক নেতা হাবিবুর এর স্ত্রী তানজিলা মুঠোফোনে বলেন, আমার স্বামীকে দীর্ঘদিন যাবৎ লিটন বাঙালি ও তার দলবল হত্যার চেষ্টা করে আসছে, ময়মনসিংহ থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আমার স্বামীকে নিয়ে আসি,উনার অবস্থা আশঙ্কাজনক প্রকৃত অপরাধীদের বিচার চাই।
এবিষয়ে জানতে চাইলে, মদন থানা অফিসার ইনচার্জ ফেরদৌস আলম বলেন, বিষয়টি শুনে আমি সহ পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের আনার জন্য চেষ্টা করি। এখনো কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনআনুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy