মদনে প্রতিবন্ধী রবিউল ইসলাম( ১৪) জন্ম থেকেই প্রতিবন্ধী চলাচল করতে সমস্যা রাস্তা পাশে বসে থাকে সারাদিন। কান্না করে বলে একটা হুইল চেয়ার হলে এদিকে ওদিকে যাইতে পারতাম। হুইল চেয়ার কিনার মতো সামর্থ্য নাই প্রতিবন্ধী সন্তানের পিতা, হতদরিদ্রের দিনমজুর কৃষক সবুজ মিয়ার।
মদন উপজেলার ১ নং কাইটাইল ইউনিয়নের বারড়ি গ্রামের দিনমজুর কৃষক মোঃ সবুজ মিয়া( ৫০) এর ছেলে জন্মের পর থেকেই প্রতিবন্ধী। এই প্রতিবন্ধী রবিউল ইসলামের বয়স আজ (১৪) সবকিছুই নির্ভর করতে হয় অসহায় হতদরিদ্র মা, ও বাবার উপর।
আজ মদন উপজেলার প্রসাশনের পক্ষ থেকে প্রতিবন্ধী রবিউল কে একটি হুইল প্রদান করেন , সময় উপস্থিত ছিলেন, মদন উপজেলার সমাজ সেবা অফিসার শাহ, জামান, উপজেলা ইঞ্জিনিয়ার গোলাম কিবরিয়া এবং ইউএনও অফিসের সি আই সাইদুর রহমান ও অন্যান্য প্রমুখ।
মা,নুরমিনা বেগম প্রতিবন্ধী সন্তানের সব কষ্টের কথা বলেন, সাংবাদিকের কাছে। বিষয়টা নিয়ে সাথে সাথ যোগাযোগ করলেন মদন উপজেলার মানবিক ইউএনও বুলবুল আহমদ এর সাথে।
মানবিক ইউএনও এ সংবাদ পেয়ে প্রতিবন্ধী শিশু রবিউল কে নিয়ে আসতে বললেন। প্রতিবন্ধী রবিউল কে একটি হুইল চেয়ার প্রদান করলেন মানবিক ইউএনও বুলবুল আহমদ।
প্রতিবন্ধী শিশু রবিউল হুইল চেয়ার পেয়ে খুশি হয়ে বলে, আজ থেকে হুইল চেয়ারে করে এদিক - ওদিক চলাচল করতে সহজ হল। মানবতার দিকে এগিয়ে চলছে অবিরাম অসহায় হতদরিদ্র পরিবার পাশে আছে মানবিক দায়িত্ব পালনে মদন উপজেলা প্রসাশন।
সমাজ সেবা কর্মকর্তা শাহ জামান বলেন, সমাজ সেবা, সব সময় প্রতিবন্ধী শিশুদেরকে অগ্রধিকার দিয়ে থাকেন এবং অসহায়দের পাশে থাকে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমদ তিনি বলেন, প্রতিটি সচেতন মানুষের কিছু মানবিক দায়িত্ব আছে , যা মানবতার দিকে এগিয়ে আসতে হবে। অসহায় হতদরিদ্র মানুষের পাশে থাকতে হবে।