আলী আজগর পনির নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ
নেত্রকোনা মদন পঞ্চম ধাপে স্থানীয় ইউপি নির্বাচনে নেত্রকোনা জেলার মদন উপজেলার ৭ নং নায়েকপুর ইউনিয়নে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নৌকার প্রার্থী মুসলিম উদ্দিন ভূঁইয়ার কর্মী ও স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীক কামরুজজামান তালুকদার হিরার মধ্য হাতাহাতির ঘটনা ঘটেছে আজ ২৯ ডিসেম্বর রোজ বুধবার বিকাল আনুমানিক ৩ ঘটিকার সময়।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়,( জনতা বাজারে) স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান তালুকদার হিরা প্রচারণার জন্য জনতা বাজারে আসলে নৌকা প্রার্থীর কর্মী মহসিন ইয়ার (ডালিম) ৩৫ স্বতন্ত্র প্রার্থীর গায়ে মোটরসাইকেল লাগিয়ে দিলে স্বতন্ত্র প্রার্থী (হীরা) নৌকা প্রার্থী মুসলিম উদ্দিন ভূঁইয়ার কাছে জনতা বাজারে বিচার জানালে ,মুসলিম উদ্দিন ভূঁইয়া স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান হীরাকে সান্ত্বনা দেন ।
এরই মধ্যে স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান (হীরা) তালুকদারের কর্মীরা নৌকা প্রার্থীর কর্মী মহসিন ইয়ার (ডালিমকে) মারধরের ঘটনাটি ঘটিয়েছে। এতে নৌকা প্রার্থীর কর্মী( ডালিম) আহতের ঘটনাটি ঘটেছে
এ বিষয়ে জানতে চাইলে নৌকা প্রতীক প্রার্থী মুসলিম উদ্দিন ভূঁইয়া জানান, স্বতন্ত্র প্রার্থী আমার কাছে বিচার দাবি করেও আমার কর্মীকে মারধর করে গুরুতর আহত করেছে, আমি বীর মুক্তিযোদ্ধা ও নৌকার প্রার্থী হিসাবে এর উপযুক্ত বিচার দাবি জানাই ,নির্বাচন কমিশন ও প্রশাসনের কাছে।
এ বিষয়ে জানতে চাইলে, স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান (হীরা) বলেন, আমার গায়ে মোটরসাইকেল উঠিয়ে দিয়ে আমাকে মারধর করেছে নৌকার প্রার্থীর কর্মীরা।
আহত মহসিন ইয়ার ( ডালিম) বলেন, স্বতন্ত্র প্রার্থী হীরার লোকজন পরিকল্পিতভাবে মারধর করে আমাকে গুরুতর আহত করেছে।
এ ঘটনার প্রেক্ষিতে জানতে চাইলে মদন উপজেলা নির্বাচন অফিসার মোঃ হামিদ ইকবাল তিনি বলেন , অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy