রফিকুল ইসলাম
নেত্রকোনার মদনে, ৩নং মদন ইউনিয়নের ৮নং ও ৯ ওয়ার্ড পরশখিলা গ্রাম যাতায়াতের একমাত্র সংযোগ রাস্তার বেহাল দশা। এলাকার জনগণের কষ্টের সিমা নেই। মাটির রাস্তা হাওয়ায় বর্ষার মৌসুমে এলাকার সাধারণ জনগণ ও ছাত্র /ছাত্রী কাদাঁমাটি ভেঙেই এই রাস্তা দিয়ে যাতায়াত করে প্রতিদিন। চলাচলের অন্য কোন উপায় না থাকায় এক থেকে দের হাজার লোকের চলাচল এই রাস্তা দিয়ে।
কোন উপায় না থাকায় বাধ্য হয়ে কাদাঁমাটি ভেঙে যেতে হয় লোকজনের, এমন অবস্থায় এলাকার স্থানীয় জনগণের দাবি মাননীয় সংসদ সদস্য ভাটি বাংলার নয়নের মনি উন্নয়নের প্রতীক, জনাব, রেবেকা মমিন এমপি মহোদয় যেন এই রাস্তাটি পাকা করণ করে দেন, এই আশা করছেন স্হানীয় এলাকাবাসী।
এই রাস্তার বেহাল দশা এ ব্যাপারে জানতে চাইলে, পরশখিলা গ্রামের, মদন আদর্শ পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত, মদন উপজেলার আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মোঃ শহীদুল ইসলাম তিনি বলেন , পরশখিলা ঈদগাহ মাঠ হইতে পরশখিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পরশখিলা বাজার হয়ে ফেরিঘাট পর্যন্ত ২কিলোমিটার মাটি রাস্তা যা বর্ষার মৌসুমে এলাকার জনগণের কষ্ট ও দুর্ভোগের শেষ থাকে না।