শহিদুল ইসলাম সোহেল
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়ন পরিষদের উদ্যোগে প্রায় দুই হাজার দশটি পরিবারের মধ্যে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।মহিষমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবদুল মোতালেব উপস্থিত থেকে এ বিতরণ সম্পন্ন করেন।সুষ্ঠ ভাবে বিতরণ করতে এবং সাধারণ মানুষের সুবিধার কথা চিন্তা করে,প্রতিটি ওয়ার্ডে আলাদাভাবে বিতরণ করা হয়।এজন্য বিতরণ কার্যক্রম ২৮ এবং ২৯ শে জুলাই দুইদিনব্যাপী অনুষ্ঠিত হয়।ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী আবদুল মোতালেব প্রতিটি ওয়ার্ডে উপস্থিত হয়ে সুষ্ঠু বন্টন নিশ্চিত করেন।এসময় প্রতিটি পরিবার কে দশ কেজি করে চাল বিতরণ করা হয়।
এবিষয়ে চেয়ারম্যান কাজী আবদুল মোতালেব বলেন,দেশে বর্তমানে করোনার সংক্রমণ মহামারী আকারে ছড়িয়ে পরায় অনেক মানুষ কর্মহীন হয়ে পরেছে।তারউপর আবার বন্যার কারণে অনেক মানুষ পানি বন্দী হয়ে গেছে।এই সংকটের মুহূর্তে অসহায় মানুষ গুলোর পাশে দাড়াতে পেরে ভালো লাগছে।প্রতিনিয়ত দেশের বিভিন্ন যায়গায় চাল বিতরণ নিয়ে অনিয়মের ঘটনা ঘটছে।এজন্য আমি নিজে উপস্থিত থেকে সুষ্ঠু ভাবে বিতরণ সম্পন্ন করছি।এসময় তিনি উপস্থিত সবাইকে করোনা সংক্রমণ থেকে বাঁচতে সরকারি বিধিনিষেধ অনুযায়ী চলার আহ্বান জানান।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy