আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে অগ্নিকান্ডে হুজাইফা এন্টারপ্রাইজ নামের একটি দোকানে ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। মঙ্গলবার(১৯ জুলাই) আনুমানিক ভোররাত ৪টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট অগ্নিকান্ডে উল্লেখিত পরিমাণ ক্ষয়ক্ষতি হয়।
জানা যায়, মধুপুর পৌরশহরের আদালতপাড়া সেগুনবাগান এলাকায় মনোহরি ব্যবসা পরিচালনা করে আসছিলেন উপজেলার ভান্ডারগাতী এলাকার আব্দুল মান্নান। তিনি প্রতিদিনের মতো মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে দোকান বন্ধ করে দোকানের পেছনে থাকার রুমে পরিবারের সদস্যদের সাথে ঘুমিয়ে পড়েন। ভোর চারটার দিকে টহল পুলিশ দোকানের ভেতর থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে অবগত করেন। এবং তারা স্থানীয়দের ঘুম থেকে ডেকে তুলে আগুন নেভানোর কাজে অংশ নেন। পরবর্তীতে ফায়ার সার্ভিসের লোকজন এসে আধঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ি আব্দুল মান্নান জানান, আমার জীবনের সমস্ত উপার্জন শেষ হয়ে গেছে। আমার একমাত্র সম্বলই ছিল এই ব্যবসা। এই দোকানের পেছনেই ছেলে মেয়ে ও স্ত্রীকে নিয়ে বসবাস করতাম। মানুষের ডাক চিৎকারে শুধু স্ত্রী সন্তান সহ দোকানের পেছন দিয়ে বেরুতে পেরেছি। দোকান ও বাসার সমস্ত সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..