সহিদুল ইসলাম সোহেল,নিজস্ব প্রতিবেদকঃ
টাঙ্গাইলের মধুপুরে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (০৪ মে) রাতে মধুপুর উপজেলার শোলাকুড়ী ইউনিয়নের কুড়ালিয়া গাজীরভিটার এক আনারস বাগান থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল বিষয়টি নিশ্চিত করেন।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুস সামাদ জানান,এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে আনারস বাগান থেকে গলায় গামছা পেঁচানো অবস্থায় ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে,লাশটি কয়েকদিন আগের। সুরতহাল শেষে নিহতের লাশ বুধবার (০৫ মে) টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।
এ ব্যাপারে মধুপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..