আঃ হামিদ মধুপুর( টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে আইন- শৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্হিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, পৌর মেয়র আলহাজ সিদ্দিক হোসেন খান, আওয়ামীলীগ মধুপুর উপজেলা শাখার সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরিফ আহমেদ নাছির, সহকারী পুলিশ সুপার( মধুপুর সার্কেল) শাহীনা আক্তার, ওসি তদন্ত মুরাদ হোসেন, মধুপুর পল্লীবিদ্যুৎ সমিতির ডিজিএম বিপ্লপ চন্দ্র সরকার, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, মধুপুর শহীদস্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ বজলুর রশিদ খান চুন্নু, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগণ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভায় বিভিন্ন বক্তাগন মধুপুরের যানজট নিরসন, মাদক দ্রব্য নির্মুল, বাল্য বিবাহ প্রতিরোধ, বিদ্যুতের লোড শেডিং সহ বিভিন্ন অপরাধ দমন বিষয়ে আলোচনা করেন। এসময় পল্লী বিদ্যুৎ সমিতির মধুপুরের ডিজিএম বিপ্লব চন্দ্র সরকার লোড শেডিং এর সমস্যার কথা তুলে ধরে বক্তব্য দেন, এবং দ্রুত সময়ের মধ্যে এর সমাধান হবে বলে আশ্বাস দেন।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..