প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৭, ২০২৪, ১:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১১, ২০২০, ১১:৩৯ পি.এম
মধুপুরে ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর দেয়া উপহার সামগ্রী বিতরণ
শহিদুল ইসলাম সোহেল:
টাঙ্গাইলের মধুপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ ও উপহারসামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মাননীয় কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি মহোদয়ের নির্দেশনা অনুযায়ী প্রধানমন্ত্রীর দেয়া উপহার সামগ্রী মধুপুরের বন্যার্তদের মাঝে বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (৩০ ই জুলাই) মধুপুর পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নের করোনার প্রাদুর্ভাবের কারনে কর্মহীন হওয়া এবং বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চাল ও শুকনো খাবার বিতরণ করা হয়।
এসময়,মধুপুর পৌরসভায় ৮ টন চাউল এবং ৮০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এছাড়াও মধুপুর উপজেলার আলোকদিয়া ইউনিয়নে ৮ টন চাউল ও ৮০ প্যাকেট শুকনো খাবার এবং কুড়ালিয়া ইউনিয়নে ১৪ টন চাউল এবং ১৪০ প্যাকেট শুকনা খাবার বিতরণ করা হয়।
মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফা জহুরা,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম. এ করিম, মধুপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, মধুপুর পৌরসভার মেয়র মাসুদ পারভেজ সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণের উপস্থিতিতে উক্ত বিতরণ সম্পন্ন করা হয়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy