প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৫, ৯:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৭, ২০২১, ৭:৩২ পি.এম
মধুপুরে প্রায় তিন লক্ষ টাকার হেরোইন সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার,মোটরসাইকেল জব্দ
শহিদুল ইসলাম সোহেলঃ
টাঙ্গাইলের মধুপুরে ২২গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।এসময় মাদক ব্যবসায়ীদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।জব্দকৃত হেরোইনের মূল্য আনুমানিক দুই লাখ টাকার অধিক বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে গ্রেফতারকৃতদের টাঙ্গাইল কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের মহিপুর (মিয়াপাড়া) গ্রামের মৃত সৌকত আলীর ছেলে হেলাল উদ্দিন (৪০) ও মধুপুরের কাকরাইদ গ্রামের মফিজ উদ্দিনের ছেলে লাল মিয়া (২২)।
এর আগে মঙ্গলবার (২৬ জানুয়ারি)এসআই হুমায়ুন কবির ও এসআই রেজাউল করিম এর সমন্বয়ে পুলিশের একটি চৌকস দল কাকরাইদ এলাকা থেকে তাদের গ্রেফতার করে।
মধুপুর থানার অফিসার ইনচার্জ তারিক কামাল জানান, টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের কাকরাইদ এলাকায় অভিযান চালিয়ে ২২ গ্রাম হেরোইনসহ দুইজনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান,তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় বুধবার দুপুরে টাঙ্গাইল কোর্টে প্রেরণ করা হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy