আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের টাঙ্গাইলের মধুপুর উপজেলার পঁচিশ মাইল এলাকায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আর এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন।
শনিবার (১৭ ই অক্টোবর) রাত ৮ টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। আহতদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে আহতদের রেফার্ড করা হয় বলে হাসপাতাল সূত্রে জানা যায়। নিহতরা হলেন মধুপুর পৌরসভার পোদ্দারবাড়ী এলাকার নুরুল ইসলামের ছেলে সিএনজি চালক আমিনুল ইসলাম (৩০) এবং অপরজন যাত্রী (৩২) তার পরিচয় পাওয়া যায়নি। আহতরা হলেন সাদ্দাম (৩০) মুক্তাগাছা, হোসনেআরা (৩০), ছাত্তার (৩৫) কাকরাইদ, সালেহা (৩৫) কাকরাইদ, শাহজাহান আলী (৩৮) মুক্তাগাছা।
মধুপুর থানার ওসি তারিক কামাল বিষয়টি নিশ্চিত করে বলেন, “ময়মনসিংহ থেকে ছেড়ে আসা টাঙ্গাইলগামী যাত্রীবাহী প্রান্তিক বাস মধুপুর উপজেলার পচিশ মাইল এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা ময়মনসিংহগামী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। আর এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত হয় শিশুসহ আরও কয়েকজন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে আরেকজন মারা যায়।”
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..