আঃ হামিদ মধুপুর ( টাঙ্গাইল)প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে মাদক দ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মধুপুর উপজেলা প্রশাসন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে বুধবার (৬ জুলাই)উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা ইয়াসমীন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ছরোয়ার আলম খান আবু। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টাঙ্গাইলের উপ-পরিচালক বিপ্লব কুমার মোদক।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা সহকারীকমিশনার ( ভুমি) জাকির হোসাইন, মধুপুর থানা অফিসার ইনচার্জ মাজহারুল আমিন বিপিএম, মধুপুর পৌরসভার মেয়র আলহাজ মো. সিদ্দিক হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফিউদ্দিন মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ নাসির, একাডেমিক সুপারভাইজার মহিউদ্দিন আহমেদ প্রমূখ।
উক্ত কর্মশালায় মাদকের বিরুদ্ধে না ঘোষণা করেন কর্মলাশায় উপস্থিত লোকজন।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..