প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৯, ২০২৪, ১২:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩০, ২০২১, ৪:৫৭ পি.এম
মধুপুরে মুক্তিযোদ্ধা সন্তানদের পথসভা অনুষ্ঠিত
আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুরে ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আয়োজনে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯অক্টোবর) সন্ধ্যায় উপজেলার দোখলা জাতীয় উদ্যানে সংগঠনের কেন্দ্রীয় কমিটির
নেতাদের আগমন উপলক্ষ্যে এই পথসভার আয়োজন করা হয়।
এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহবায়ক ইমরান হোসেনের সভাপতিত্বে আহবায়ক কমিটির সদস্য সচিব লাল মিয়ার সঞ্চালনায় পথসভায় বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সোলায়মান মিয়া, জেলা কমিটির সভাপতি খোশনবিশ, সহসভাপতি কামরুল হাসান বাবলু, জেলা আহবায়ক সাজ্জাদ হোসেন, খন্দকার শহিদুল ইসলাম লিটন, আতিকুর রহমান। সোলায়মান মিয়া বলেন, এ সংগঠনটি মুক্তিযোদ্ধা সন্তানদের অধিকার আদায়ের জন্য কাজ করে যাচ্ছে। সরকারি চাকরির ক্ষেত্রে ৩০ শতাংশ কোটা পূনরায় বাস্তবায়নের লক্ষ্যে আন্দোলন করবে। এ বিষয়ে সামনে মানববন্ধনসহ নানা কর্মসুচি হাতে নেওয়া হয়েছে। এ জন্য মুক্তিযোদ্ধা সন্তানদের দেশব্যাপী ঐক্যবদ্ধ হতে হবে। ইতি মধ্যে দেশের অধিকাংশ জেলায় কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটি কোটা বাস্তবায়নসহ মুক্তিযোদ্ধা এবং তাদের সন্তানদের অধিকার আদায় করবে।
এ সময় খন্দকার সাব্বির আহমেদ, মনিরুল হক মটু, কামাল হোসেন, শেখ সোহরাব, বাবলু সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy