প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৮, ২০২৪, ৪:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১২, ২০২১, ৭:৩৪ পি.এম
মধুপুরে র্যাবের হাতে রাবারসহ আটক
মধুপুরে র্যাবের হাতে রাবারসহ আটক
আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল অভিযান পরিচালনা করে সরকারী রাবার বাগান হতে চুরিকৃত অপরিশোধিত ১৬১০ কেজি কাঁচা রাবারসহ ০১ জন আসামীকে গ্রেফতার করে।
বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মোঃ এরশাদুর রহমান এর নেতৃত্বে একটি আভিযানিক দল টাঙ্গাইল জেলার মধুপুর থানাধীন ব্রাহ্মণবাড়ী এলাকায় অভিযান চালিয়ে মোঃ বিল্লাল হোসেন (৪০) এর বাড়ীর চৌচালা টিনের বসত ঘরের সামনে উঠানে সংরক্ষিত তিন লাখ ২২ হাজার টাকার ১৬১০ কেজি অপরিশোধিত কাঁচা রাবারসহ হাতেনাতে গ্রেফতার করে।
র্যাব জানায়, আসামী বিল্লাল হোসেন মধুপুর থানা এলাকার সরকারী রাবার বাগান হতে অবৈধভাবে অপরিশোধিত কাঁচা রাবার বহুদিন ধরে চুরি করে মজুদ করে বিক্রয় করে আসছে। তার বিরুদ্ধে মধুপুর থানায় ১৮৬০ সালের পেনাল কোডের ৩৭৯/৪১১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy