ফারহানা বি হেনা
মনটাকেবড় করুন, সবার সাথে সমান আচরণ করুন।
কিছু কিছু সংকিন্ন মনের মানুষ নিজেকে খুব বুদ্ধিমান মনে করে তারা মনে করে যে তাদের সেই সংকিন্ন মনের কথা গুলো হয়তো কেউ বুঝতে পারেনা আসলে কিন্তু তা নয়। হয়তো আপনার সংকিন্ন মনের কথা আপনি না বুঝতে পারলেও অপর প্রান্তের মানুষ কিন্তু ঠিকই তা বুঝতে পারছে। সত্যি বলতে আজ কাল সংকিন্ন মনের মানুষ গুলো ই সমাজে বুক ফুলিয়ে চলে আর মনে করে তাদের মতো বড় আর মহৎ কেউ নাই। কিন্তু তারা জানেনা তাদেরকে সামনেই হয়তো অনেক ই সম্মান করে কিন্তু মন থেকে তাদের কে সম্মান করতে পারে না। তাই মনটাকে বড় করার চেষ্টা করুন কারণ আজ মরলে কাল দুই দিন। সাদা মনে চললে এপার ওপার দুই পারই এর ফল ভুগতে পারবেন। মনের মাঝে সরিষা পরিমাণ হিংসা থাকলে ঔ পারে আপনার জন্য আগুন ছাড়া আর কিছু থাকবে না। এমন জীবন তুমি করিবে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভূবণ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy