মোঃ আল মামুন, মনপুরা (ভোলা) প্রতিনিধি
ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন উদ্যোগে মসজিদ, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠানে ও দরিদ্র অসহায় পরিবারের মাঝে বিনা মূল্যে একশতটি সোলার প্যানেল বিতরন উদ্ভোধন ও বিতরনে করা হয়েছে।
রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে সোলার প্যানেল বিতরন উদ্ভোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী।
বিনামূল্যে সোলার প্যানেল বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি মোঃ আলমগীর হোসেন, পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন উপপরিচালক মোঃ রফিকুল ইসলাম, পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন কর্মূকর্তা মোকাম্মেল হক, মনপুরা ফাজিল মাদ্রাসার উপাধক্ষ আমিমুল ইহসান জসিম, মনোয়ারা বেগম মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ ছালাহউদ্দিনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানগন, মসজিদের ঈমাম ও সভাপতি, স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিক।
বাংলাদেশ সরকারের মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে গ্রাম ও চরাঞ্চল পর্যায়ে শতভাগ বিদ্যুত্যের আওতায় আনার লক্ষে এই সোলার প্যানেল বিতরন করা হয়েছে। এখানে একশত ওয়ার্ট একটি প্যানেল, একটি ব্যাটারী, একটি ফ্যান, চারটি বাতি ও একটি মোবাইল চার্জার রয়েছে।