প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৪, ২০২৫, ৮:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২, ২০২১, ৭:৩১ পি.এম
মন্ত্রণালয়ে চাকরির নামে প্রতারণা’প্রাণ হারালো পাঁচবিবির এক যুবক
নিরেন দাস,জয়পুরহাটঃ-
নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার বৈদ্যের বাজার এলাকার একটি ব্রীজের নিচ থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। লাশের পকেটে থাকা মোবাইল ও সীমকার্ডের সূত্র ধরে তথ্য প্রযুক্তির মাধ্যমে অজ্ঞাত লাশের পরিচয় বের করে সোনারগাঁ থানা পুলিশ।
শুক্রবার পুলিশের দ্বারা ছেলের মৃত্যুর কথা শুনে লাশ আনতে যায় নিহতের পরিবার।
সোনারগাঁ থানা পুলিশ জানায়, আমরা ২৫ মার্চ অজ্ঞাত এই লাশটি উদ্ধার করি। পরে লাশটির পকেটে থাকা মোবাইল ও সীমকার্ডের সূত্র ধরে পরিচয় জানতে পারি। সে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা গ্রামের আঃ রশিদের ছেলে সাগর ইসলাম (২৫)।
লাশের পরিচয় জানতে পেরে পাঁচবিবি থানা পুলিশকে অবগত করেছে সোনারগাঁ থানা পুলিশ।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম দৈনিক সূর্যোদয়কে মুঠোফোনে জানান, এঘটনায় লাশের পরিচয় পাওয়ার সঙ্গে সঙ্গে পাঁচবিবি থানা পুলিশকে অবহিত করা হয়েছে এবং এঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় একটি ইউডি মামলাও দায়ের করা হয়েছে।
নিহত সাগরের বাবা রশিদ সূর্যোদয়কে জানান, পাঁচবিবির উঁচনা গ্রামের মৃত মজিবরের ছেলে আব্দুর রউফের মাধ্যমে উপজেলার বৃদ্ধিগ্রামের আঃ আলিম ও হরন্দা গ্রামের গোলাম রব্বানী মাষ্টারের সঙ্গে পরিচয় করে দেয়। আলিম ও রব্বানী আমাকে বলেন, ৬ লক্ষ টাকা দিতে পারলে আপনার ছেলে সাগরকে প্রতিরক্ষা মন্ত্রাণলায়ে কম্পিউটার অপারেটর পদে চাকরী দেওয়া হবে। টাকা জোগাড়ের জন্য কয়েক দিন সময় নিয়ে পরে জায়গা-জমি, গরু-ছাগল ও আগের জমানো সব মিলে ৫ লক্ষ টাকা আলিম ও রব্বানীর হাতে দেই। জয়পুরহাটের রবির মাধ্যমে অফিসারকে টাকাগুলো দিবে বলেও জানায় তারা।
এরপর দালাল আলিম মুঠোফোনে আমার ছেলেকে নিয়ে বাঁকি ১ লক্ষ টাকাসহ ঢাকাতে (২৪ মার্চ) চাকরীতে যোগদান করতে যেতে বলেন। তাদের কথামত ঢাকার কালশীতে কর্ণেল মাসুদের অফিসে যাই এবং আমার নিকট থেকে বাঁকি টাকা নিয়ে বলে আপনি বাড়ি চলে যান আপনার ছেলের চাকরী হয়ে গেছে।
বাড়ি ফিরে ছেলের ফোনে যোগাযোগ করতে গেলে ফোন বন্ধ পাই। আলিমকে বিষয়টি জানালে সে বলে, আপনার ছেলে ট্রেনিংয়ে আছে এজন্য ফোন বন্ধ আছে। দুদিন পরে পুলিশের মাধ্যমে জানতে পারি আমার ছেলেকে হত্যা করা হয়েছে। এ বিষয়ে দালাল আলিমের মুঠোফোনে একাধিকবার কল দিলে তা বন্ধ পাওয়া যায়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy