প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৭, ২০২৫, ১২:০২ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৭, ২০২৩, ২:৩৮ পি.এম
ময়মনসিংহের গফরগাঁওউপজেলায় গৃহবধূ খুন, ঘরবাড়ি ভাঙচুর
ইসমাইল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রতিপক্ষের হামলায় আহত সুফিয়া (৪৫) ও এক কিলোমিটার দৌড়ে নিজ বাড়িতে আশ্রয় নিলেপ্রতিপক্ষ ধাওয়া করে বাড়িতে ঢুকে এলাপাতাড়ি কুপিয়ে খুন করেন। ২৬ মার্চ ২০২৩ রবিবার দিন সাড়ে ১১টার দিকে উপজেলা পুখুরিয়ায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ লাশ উদ্ধারকরে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করেন। এই হত্যাকান্ডের ঘটনার সঙ্গে জড়িত থাকা সন্দেহে সজিব(২৩)সহ তিনজনকে আটক করে পুলিশ।
জানা যায়, গফরগাঁও-ভালুকা সড়কে বাইপাস মোড়(দক্ষিন পুখুরিয়া এলাকায় সুফিয়া বেগম ও স্বামী সিরাজ উদ্দিনের সঙ্গে সুর্যত আলীর জমি নিয়ে তর্কাতর্কি শুরু হলেঘটনাস্থলে আগে থেকে ওৎ পেতে থাকা আকরাম, আশরাফুল হেকমত, আজিজুল ও সূর্যত আলী সুফিয়া বেগমকে রাম দা দিয়ে কুপিয়ে ও হকিষ্টিক দিয়ে পিটিয়ে আহত করে। সিরাজ উদ্দিন ও সুফিয়া বেগম প্রায় এক কিলোমিটার দৌড়ে দক্ষিণ পুখুরিয়া গ্রামে নিজ বাড়িতে আশ্রয় নেয়। সূর্যত আলী ও তার দলের লোকজন সিরাজ উদ্দিনও সুফিয়া বেগমকে পিছনে ধাওয়া করে তাদের বাড়িতে ঢুকে বাড়ি ঘর ভাঙচুর ওলুটপাট করেন বলে জানান । ভয়ে সিরাজ উদ্দিন পালিয়ে পাশের বাড়িতে আশ্রয় নেয়। সূর্যত আলী ও তার লোকজন বাথরুমে আশ্রয় নেওয়া সুফিয়া বেগমকে দেখতে পেয়ে টেনেহেঁচড়েবের করে উঠোনে এনেএলা পাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত যখম করে পালিয়ে যায় স্থানীয়রা সুফিয়া বেগম কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।সুফিয়া বেগমের ভাই মনির উদ্দিন বলেন, আমার বোনকে যারা ত্যাক করেছেন আমি সঠিক তদন্তর ভিত্তিতে তাদের বিচারের দাবি করছি। নিহত সুফিয়া বেগমের স্বামী সিরাজ উদ্দিন বলে,সুর্যত আলী, আকরাম,আশরাফুল,হেকমত,আজিজুল,লোক জন আমার পৈতৃক সম্পত্তি দখল করে দোকান ঘরনির্মাণ করে ব্যবসাকরছে।তিনিআরওবলেন আমার স্ত্রী ও আমি দীর্ঘদিন যাবৎ বাধা দিলেও তারা জোর করে আমার জমির উপরে দোকান ঘর করে ব্যবসা করছে।বাধা দিতেগেলে আমার স্ত্রীকে পিটিয়েও কুপিয়ে হত্যা করে সূর্যত ও তার লোকজন।থানার ওসি ফারুক আহম্মেদ বলেন লাশউদ্ধার করে ময়নাতদন্তেরজন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং জড়িত থাকার সন্দেহে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানান।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy