ইসমাইল হোসেন ময়মনসিংহ
কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে ময়মনসিংহ ত্রিশালর দরি রামপুর জাতীয় পর্যায়ে তিনদিনব্যাপী অনুষ্ঠান মালার ১ম দিন উদযাপন। সাংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে নজরুল অডিটোরিয়ামে জমকালো আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাংস্কৃতিক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জাতীয় সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি, সাংস্কৃতিক মন্ত্রণালয় সস্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন এম পি, জাতীয় সংসদ সদস্য ও ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব হাফেজ রুহুল আমিন মাদানী, জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ,ময়মনসিংহ বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ময়মনসিংহ দেবদাস ভট্টাচার্য্য বিপিএম, জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান, পুলিশ সুপার মাসুম আহম্মদ ভূঞা বিপিএম, জেলা আওয়ামীলীগ সভাপতি এহতেশামুল আলম প্রমুখ। স্বাগত বক্তা ছিলেন সাংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ এবং জাতীয়কবি কাজী নজরুল ইসলাম বিশ্ব বিদ্যালয় উপাচার্য প্রফেসর ড সৌমিত্র শেখর। সম্মানীয় বক্তা ছিল,কবির দৌহিত্র,সংগীত শিল্পী ও গবেষক খিলখিল কাজী।